নয়াদিল্লি: দেশের রাজনীতিতে বাম ক্রমশ ফিকে। কিন্তু জেএনইউ-এর (JNU) দুর্গ অক্ষত রাখল বাম। বাম-পড়ুয়াদের হাত ধরে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNUSU Election) ছাত্র সংসদে বিপুল জয় বাম ছাত্র সংগঠনগুলোর জোটের। ছাত্র সংসদের চারটি প্যানেলেই জয়ী বাম ছাত্রজোটের প্রার্থীরা। একটি আসনেও জিততে পারল না আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)।    


জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি পদে জিতলেন বামেদের ধনঞ্জয়। জেএনইউ ছাত্র সংসদের সহ সভাপতি পদে জিতলেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ। ৯২৭ ভোটে হারালেন এবিভিপি প্রার্থীকে। সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদেও জয়ী হয়েছেন বাম প্রার্থীরা।


 






জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি পদে জয়ী ধনঞ্জয় আদতে বিহারের বাসিন্দা। তিনি এএনআইকে বলেছেন, 'একমাত্র বামেরাই ফি বৃদ্ধি নিয়ে লড়েছে। একমাত্র বামেরাই সবার জন্য হস্টেলের নিশ্চয়তা নিয়ে লড়েছে। তাই পড়ুয়ারা আমাদের উপর ভরসা রেখেছেন।' সহ সভাপতি পদে জয়ী অভিজিৎ ঘোষ এএনআইকে বলেছেন, 'জেএনইউ-এর ছাত্র সংসদ নির্বাচন সবসময় ঐতিহাসিক। চার বছর পরে হল। জেএনইউ সবসময় পড়ুয়াদের অধিকারের জন্য় লড়াই করে।'


জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সেন্ট্রাল প্যানেলের মূল চারটি পদ- সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক- সবকটিতেই জয়ী হয়েছে বাম ছাত্রজোট।


রবিবার রাতে ৫৬৫৬টি ব্যালট গোনার পরে সেন্ট্রাল প্যানেলের ফলাফল প্রকাশ করা হয়। শুক্রবার নির্বাচন হয়েছিল।


আইসা-র(aisa) ধনঞ্জয় সভাপতি পদে জিতেছেন ৯২২ ভোটে। তিনি পেয়েছেন ২৫৯৮ ভোটে। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে এবিভিপি-র উমেশ চন্দ্র আজমীরা পেয়েছেন ১৬৭৬টি ভোট।


এসএফআই (sfi)-এর অভিজিৎ ঘোষ সহ সভাপতি পদে জয়ী হয়েছেন ৯২৭টি ভোটে। তিনি পেয়েছেন ২৪০৯ ভোট। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে এবিভিপি-র দীপিকা শর্মা পেয়েছেন ১৪৮২ ভোট।  


বাপসা (BAPSA)-এর  প্রিয়াংশি আর্যা সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ৯২৬ ভোটে। তিনি পেয়েছেন ২৮৮৭ ভোট, তাঁর বিরুদ্ধে এবিভিপির অর্জুন আনন্দ পেয়েছেন ১৯৬১ ভোট।


বামেদের মহম্মদ সাজিদ যুগ্ম সম্পাদক পদে জিতেছেন ৫০৮ ভোটে। তিনি পেয়েছেন ২৫৭৪ ভোট। তাঁর বিরুদ্ধে এবিভিপির গোবিন্দ ডাঙ্গি পেয়েছেন ২০৬৬ ভোট।


আরও পড়ুন:  'সর্বদাই মা-বোনদের পাশে থাকব', সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে টিকিট বিজেপির