Chandrayaan 3 Launch LIVE: উড়ান দিল চন্দ্রযান ৩

Chandrayaan 3 Launch Latest Updates: চতুর্থ দেশ হিসেবে আজ শুরু হচ্ছে ভারতের চন্দ্র অভিযান। শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-থ্রির উৎক্ষেপণ। আগের দিন তিরুপতি মন্দিরে পুজো দিলেন ইসরোর বিজ্ঞানীরা।

ABP Ananda Last Updated: 14 Jul 2023 03:18 PM

প্রেক্ষাপট

চতুর্থ দেশ হিসেবে নতুন ইতিহাস গড়ার হাতছানি। আর কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই চাঁদের পথে পাড়ি দেবে ইসরোর  চন্দ্রযান ৩ (Chandrayan 3)। ২৩ বা ২৪ অগাস্ট, চাঁদের মাটি ছোঁয়ার কথা ল্যান্ডারের। শুক্রবার,...More

Chandrayaan 3 Live Update: বাধা পেরিয়ে লক্ষ্য়ের দিকে এগোচ্ছে চন্দ্রযান ৩

বাধা পেরিয়ে লক্ষ্য়ের দিকে এগোচ্ছে চন্দ্রযান ৩।  একের পর একে ধাপ অতিক্রম।