Chandrayaan 3 Launch LIVE: উড়ান দিল চন্দ্রযান ৩
Chandrayaan 3 Launch Latest Updates: চতুর্থ দেশ হিসেবে আজ শুরু হচ্ছে ভারতের চন্দ্র অভিযান। শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-থ্রির উৎক্ষেপণ। আগের দিন তিরুপতি মন্দিরে পুজো দিলেন ইসরোর বিজ্ঞানীরা।
বাধা পেরিয়ে লক্ষ্য়ের দিকে এগোচ্ছে চন্দ্রযান ৩। একের পর একে ধাপ অতিক্রম।
পূর্ব নির্ধারিত সময়ে উৎক্ষেপণ, আপাতত ঠিক পথেই চন্দ্রযান ৩
উড়ান দিল চন্দ্রযান ৩। LMV3-রকেটের সাহায্যে উড়ল চন্দ্রযান।
আর মাত্র কয়েক মিনিট। কিছুক্ষণের মধ্যেই উড়ান দেবে চন্দ্রযান ৩
লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু, আজ শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান তিনের উৎক্ষেপণ অবতরণ করলে আমেরিকা-রাশিয়া-চিনের পর চতুর্থ দেশ হবে ভারত। দুপুর ২.৩৫ নাগাদ উৎক্ষেপণ হওয়ার কথা চন্দ্রযান তিনের এর আগে চাঁদের মাটিতে নামতে গিয়ে ভেঙে পড়েছিল চন্দ্রযান দুই। গতবারের তুলনায় তিনভাগের একভাগ কম খরচে চাঁদে যাচ্ছে চন্দ্রযান তিন। চন্দ্রযান তিন নামবে চাঁদের দক্ষিণ মেরুতে। এই দক্ষিণ মেরুতেই প্রথমবার জলের খোঁজ পেয়েছিল ইসরোর পাঠানো চন্দ্রযান ১।
চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম 'বিক্রম'এবং রোভারের নাম 'প্রজ্ঞান'। পৃথিবীর (Earth) কক্ষপথে ঘুরতে ঘুরতে, নিয়ম মতো চাঁদের কক্ষপথে পাঠানো হবে নতুন চন্দ্রযানকে।
দুপুর ২টো বেজে ৩৫ মিনিটে উৎক্ষেপণ চন্দ্রযানের। সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ।
চন্দ্রযান ৩-এর প্রস্তুতিতে সাহায্য করেছে NASA, ESA. তাদের তরফে গ্রাউন্ড স্টেশন সাপোর্ট দেওয়া হয়েছে।
চন্দ্রযান ৩-অভিযানকে শুভেচ্ছাবার্তা মোদির। মহাকাশ গবেষণার ক্ষেত্রে চন্দ্রযান ৩- অত্যন্ত উল্লেখযোগ্য মিশন বলে ট্যুইট নরেন্দ্র মোদির।
উত্তর প্রদেশের পুলিশের তরফে থেকে চন্দ্রযান ৩-এর সাফল্য কামনা করে বার্তা দেওয়া হয়েছে।
আর মাত্র ঘণ্টাচারেক, তারপরেই চাঁদের দিকে রওনা চন্দ্রযান ৩-এর। চলছে শেষ মূহূর্তের দেখভাল
চন্দ্রযান ৩-কে মহাকাশে নিয়ে যাবে LVM3. মহাকাশযানে জ্বালানি ভরার কাজ শেষ
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং এদিন উৎক্ষেপণের সময় শ্রীহরিকোটায় উপস্থিত থাকেন।
চাঁদের মাটিতে ১২০ ডিগ্রি কোণে অবতরণ করবে চন্দ্রযান ৩। উলম্ব গতিবেগ থাকবে সেকেন্ডে ২ মিটারেরও কম।
আর বাকি সাড়ে ছয় ঘণ্টার মতো, তারপরেই উৎক্ষেপিত হবে চন্দ্রযান ৩।
চন্দ্রযান ৩-এ ৮টি পে-লোড রয়েছে। তার মধ্যে একটি পে-লোড নাসার। সেটির নাম LRA রোভার।
ভারত চতুর্থ দেশ হবে যদি এই অভিযান সফল হয়। এর আগে চাঁদে সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করেছিল আমেরিকা, রাশিয়া, চিন এবং ইজরায়েল। ইজরায়েল ছাড়া বাকি দেশগুলি সফল হয়েছে। চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে সফট ল্যান্ডিং করলে ভারত চতুর্থ দেশ হবে।
চতুর্থ দেশ হিসেবে আজ শুরু হচ্ছে ভারতের চন্দ্র অভিযান। শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-থ্রির উৎক্ষেপণ। তিরুপতি মন্দিরে পুজো দিলেন ইসরোর বিজ্ঞানীরা।
প্রেক্ষাপট
চতুর্থ দেশ হিসেবে নতুন ইতিহাস গড়ার হাতছানি। আর কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই চাঁদের পথে পাড়ি দেবে ইসরোর চন্দ্রযান ৩ (Chandrayan 3)। ২৩ বা ২৪ অগাস্ট, চাঁদের মাটি ছোঁয়ার কথা ল্যান্ডারের। শুক্রবার, দুপুর ঠিক ২টো ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের (satish dhawan space centre) লঞ্চিং প্যাড থেকে উড়বে 'চন্দ্রযান ৩'
চার বছর আগে, অনেক আশা জাগিয়েও, শেষমেশ চাঁদে নামার কয়েক মুহূর্ত আগে চন্দ্রযান ২-এর ল্যান্ডার ‘বিক্রম’-এর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল ইসরোর (ISRO)। অতীত থেকে শিক্ষা নিয়ে, এবার চন্দ্রযান ৩ পাঠাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। LVM3 রকেটের সাহায্যে উড়বে চন্দ্রযান ৩। ২০১৯ সালে ল্যান্ডার 'বিক্রম'-কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২ (Chandrayan 2)। সেই অভিযানে পাঠানো অরবিটরটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে। তাই এ বারের অভিযানে ইসরো আর কোনও অরবিটার পাঠাবে না চাঁদের কক্ষপথে। চাঁদের মাটিতে নামতে কক্ষপথে থাকা চন্দ্রযান-২ এর অরবিটারেরই সাহায্য নেবে, চন্দ্রযান-৩ এর সঙ্গে যাওয়া ল্যান্ডার আর তার ভিতরে থাকা রোভার।
চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম 'বিক্রম'এবং রোভারের নাম 'প্রজ্ঞান'। পৃথিবীর (Earth) কক্ষপথে ঘুরতে ঘুরতে, নিয়ম মতো চাঁদের কক্ষপথে পাঠানো হবে নতুন চন্দ্রযানকে। ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের প্রাক্তন অধিকর্তা তপন মিশ্র বলেন, 'আগের ২ বার থেকে শিক্ষা নিয়ে। প্রথমবার পাঠানো হয়েছিল, মূলত চাঁদের কক্ষপথে গিয়ে ঘুরবে, এরকম। দ্বিতীয়বার যে পাঠানো হয়েছিল, একটি বাহনে করে যেটা চন্দ্রপৃষ্টে (Moon) নামবে, নামার পর ওখানকার তথ্য পাঠাবে, তার নাম দেওয়া হয়েছিল রোভার। গতবার লঞ্চ থেকে সব সফল হয়েছিল, একদম শেষ ধাপ ঠিকঠাক হয়নি। অপতরণ করার মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বিজ্ঞানীরা বুঝতে পারেননি আদৌ নেমেছে কি না। এবার ওই যতগুলি ভুল থেকে শিক্ষা নিয়ে, সেইভাবে পরিকল্পনা করা হয়েছে।'
এখনও পর্যন্ত আমেরিকা (USA), চিন (China) এবং রাশিয়ার (Russia) পাঠানো মহাকাশযান চাঁদে সফলভাবে নামতে পেরেছে। ভারত সফল হলে, চতুর্থ হবে। চন্দ্রযান ৩ অভিযানের জন্য প্রায় ৬১৫ কোটি টাকা খরচ হচ্ছে। চন্দ্রযান-৩ অভিযান শুরুর আগে, বৃহস্পতিবার তিরুপতির মন্দিরে পুজো দেন, ইসরোর বিজ্ঞানীরা। সব ঠিকঠাক থাকলে, ২৩ অথবা ২৪ অগাস্ট, চন্দ্রপৃষ্ঠ ছোয়ার কথা চন্দ্রযান ৩-এর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -