নয়াদিল্লি: চন্দ্রযান ৩- এর উৎক্ষেপণ নিয়ে এখন সারা দেশ আলোড়িত। আর কয়েকঘণ্টা বাকি চন্দ্রযানের (Chandrayaan-3) উৎক্ষেপণে। তার আগেই এই অভিযানের সাফল্য কামনা করে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের মহাকাশ গবেষণা ক্ষেত্রে ১৪ জুলাই দিনটি সোনার অক্ষরে লেখা থাকবে বলে ট্যুইট করেছেন মোদি (Narendra Modi)।
কী লিখেছেন প্রধানমন্ত্রী:'ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে সবসময়ের জন্য সোনার অক্ষরে লেখা থাকবে ১৪ জুলাই, ২০২৩ দিনটি। চন্দ্রযান ৩ আমাদের তৃতীয় চন্দ্রাভিযান। আমাদের দেশের আশা এবং স্বপ্ন নিয়ে উড়ান দেবে এটি।'
এদিন চন্দ্রযান ৩-এর একাধিক কৌশলগত দিকও তার ট্যুইট বার্তায় লিখেছেন মোদি। তিনি লিখেছেন, 'চন্দ্রযান ২-এর পর চন্দ্রযান ৩ অভিযান হচ্ছে। এটা চাঁদের ভূমি পর্যবেক্ষণ করে আমাদের চাঁদ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে।' ভবিষ্যতে চাঁদের বসতি গড়া যাবে কিনা তা নিয়ে নিরন্তর গবেষণা চলেছে। এদিন সেই প্রসঙ্গও উঠে এসেছে মোদির ট্যুইটে।
এদিন নরেন্দ্র মোদি ISRO-র প্রশংসা করে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশবাসীর কাছে তাঁর বার্তা, দেশের মানুষদের এই অভিযান সম্পর্কে আরও জানা উচিত, মহাকাশ গবেষণা নিয়ে ভারত কী কী করেছে, কতটা এগিয়েছে, সেই বিষয়েও জানা উচিত বলে মন্তব্য করেন তিনি।
চাঁদের পথে পাড়ি দেবে ইসরোর চন্দ্রযান ৩ (Chandrayan 3)। ২৩ বা ২৪ অগাস্ট, চাঁদের মাটি ছোঁয়ার কথা ল্যান্ডারের। শুক্রবার, দুপুর ঠিক ২টো ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের (satish dhawan space centre) লঞ্চিং প্যাড থেকে উড়বে 'চন্দ্রযান ৩'
এখন ২ দিনের ফ্রান্স সফরে রয়েছেন নরেন্দ্র মোদি। শুক্রবারই ফ্রান্সে (France) বাস্তিল দিবসের প্যারেড রয়েছে। সেখানে সাম্মানিক অতিথি হিসেবে যোগ দেবেন মোদি। ওই প্যারেডে যোগ দিচ্ছে ভারতের তিন বাহিনীর একটি দলও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন