নয়াদিল্লি: ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত। ফ্রান্স সফরের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রীকে গ্র্যান্ড ক্রস অফ দি লিজিয়ন অফ হনার (Grand Cross of the Legion of Honour) সম্মানে ভূষিত করা হল। 


এটি ফ্রান্সের সবচেয়ে বড় সম্মান। নরেন্দ্র মোদিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাঁকে এই সম্মানে ভূষিত করা হল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকরকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। Elysee Palace-এ এই সম্মানজ্ঞাপন অনুষ্ঠান হয়। এখানেই প্রধানমন্ত্রী মোদির সম্মানে ডিনার পার্টি রেখেছেন মাঁকর। 


ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে একটি বার্তায় বলা হয়েছে, 'ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সম্মান তুলে দিয়েছেন প্রজাতান্ত্রিক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর। এই সম্মানের জন্য ভারতবাসীদের তরফ থেকে মাঁকরকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।' সম্মান প্রদানের কথা জানিয়ে ট্যুইট করেছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। 


 






এর আগে বিশ্বের হাতেগোনা কয়েকজন রাষ্ট্রনেতা এবং স্বনামধন্য ব্যক্তি এই সম্মান পেয়েছিলেন। এই তালিকায় রয়েছেন, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা, কিং চার্লস (সম্মান পাওয়ার সময় তিনি Wales-এর যুবরাজ ছিলেন), প্রাক্তন জার্মান চ্যান্সেলর অ্য়াঙ্গেলা মের্কেল, ইউনাইটেড নেশনের প্রাক্তন সেক্রেটারি-জেনারেল Boutros Boutros-Ghali-সহ অনেকেই। 


এর আগেও বিভিন্ন দেশের তরফে সম্মানিত হয়েছিলেন মোদি। 


ফ্রান্সে ২ দিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়েছে তাঁকে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ফ্রান্সের প্রধানমন্ত্রী। পরে Elysee Palace-এ তাঁকে স্বাগত জানান মাঁকর এবং তাঁর স্ত্রী। 


এর আগে পাপুয়া নিউ গিনি এবং ফিজি সফরের সময় দুই দেশই তাঁদের সর্বোচ্চ সম্মান দিয়ে সম্মানিত করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।


এর আগেও একাধিক দেশ তাদের সরকারি সম্মান দিয়ে ভূষিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।


১. অর্ডার অফ আবদুলআজিজ আল সওদ- এটি অমুসলিম ব্যক্তিদের জন্য সৌদি আরবের সর্বোচ্চ সম্মান (২০১৬)


২. স্টেট অর্ডার অফ গাজি আমির আমানুল্লা খান- এটি আফগানিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান (২০১৬)


৩. গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্তাইন অ্যাওয়ার্ড- বিদেশি নাগরিকদের দেওয়া প্যালেস্তাইনের সর্বোচ্চ সম্মান (২০১৮)


৪. অর্ডার অব জায়েদ- এটি সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ অসামরিক সম্মান (২০১৯)


৫. অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু অ্যাওয়ার্ড- এটি রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান- (২০১৯)


৬. অর্ডার অব দি ডিস্টিঙ্গুইশড রুল অব নিশান ইজুদ্দিন- এটি বিদেশি নাগরিকদের দেওয়া মলদ্বীপের সর্বোচ্চ সম্মান- (২০১৯)


৭. কিং হামাদ অর্ডার অব রেঁনেসা (ফার্স্ট ক্লাস)- এটি বাহরিনের সর্বোচ্চ নাগরিক সম্মান (২০১৯)


৮. লিজিওঁ অব মেরিট বাই দি ইউএস গভর্নমেন্ট (২০২০)


৯. অর্ডার অফ দি ড্রুক গ্যালপো। এটি ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান। (ডিসেম্বর, ২০২১) 


এছাড়াও আরও একাধিক আন্তর্জাতিক সংগঠন বা মঞ্চের তরফ থেকে বিভিন্ন সময়ে সম্মানিত করা হয়েছে নরেন্দ্র মোদিকে।


আরও পড়ুন: আজ এই ৬টি স্টক দিতে পারে লাভ, বলছেন বিশেষজ্ঞরা