সিমলা: কেদারনাথ (Kedarnath) ও বদ্রীনাথে (Badrinath) তুষারপাত (Snowfall) এবং অপেক্ষাকৃত নিচু এলাকায় বৃষ্টির জেরে চারধাম যাত্রা (Chardham Yatra) আপাতত বন্ধ করে দিল শ্রীনগর পুলিশ (Srinagar Police)। আগাম সাবধানতার কথা মাথায় রেখেই যাত্রা বন্ধ করা হয়েছে। শ্রীনগর পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, তীর্থযাত্রীদের থাকার জন্য শ্রীনগরে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ফলে তাঁদের অসুবিধা হওয়ার কথা নয়।   


কী ঘটেছিল?
শ্রীনগর পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার রবি সাইনি বলেন, 'কেদারনাথ ও বদ্রীনাথে খারাপ আবহাওয়ার জন্য সাবধানতাবশত চারধাম যাত্রা বাতিল করেছে শ্রীনগর পুলিশ। তবে সেখানে থাকার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের কোনও অসুবিধায় পড়তে হবে না। আবহাওয়া পরিষ্কার হলে পুণ্যার্থীদের যাত্রা ফের শুরুর আর্জি জানানো হয়েছে।' সাবধানতার কথা মাথায় রেখে উত্তরাখণ্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা NIT-র কাছে চেকিং পয়েন্ট তৈরি করা হয়েছে। চেকিং পয়েন্ট রয়েছে বদ্রীনাথ বাস স্ট্যান্ডের কাছেও। সাইনির কথায়, '...চারধাম যাত্রীদের থামিয়ে পরীক্ষা করা হচ্ছে। যাঁদের রাতে থাকার অনলাইন বুকিং রয়েছে, তাঁদের রুদ্রপ্রয়াগের দিকে এগিয়ে যেতে দেওয়া হচ্ছে। কিন্তু যাঁদের আগাম বুকিং.য়ের নেই, তাঁদের শ্রীনগরেই থাকতে আর্জি জানানো হচ্ছে।'


এপ্রিলেই চালু যাত্রা...
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এপ্রিলের শেষ সপ্তাহেই জানিয়েছিলেন, রাজ্য প্রশাসনের তরফে চারধাম যাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে। দর্শনার্থীরা সব ধরনের সুবিধা পাবেন। এএনআই সূত্রে খবর, পুষ্কর সিংহ ধামি বলেন, 'চার ধাম যাত্রার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। ১২ লক্ষের উপর ব্যক্তি এই যাত্রার জন্য নাম নথিভুক্তি করিয়েছেন। এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে সকলের যাত্রাই ভাল হয়।' চামোলির জেলাশাসক জানান, সব সংশ্লিষ্ট দফতরকে যাত্রা শুরুর আগেই যাবতীয় কাজ সেরে রাখতে বলা হয়েছে। বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির প্রেসিডেন্ট অজেন্দ্র অজয় সম্প্রতি বদ্রীনাথ মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে যাবতীয় প্রস্ততি সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শীতকালে খারাপ আবহাওয়ার জন্য বন্ধ থাকে চারধাম। প্রতিবছরই গরমকালে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। ২৫ এপ্রিল সকাল ৬টা ২০ নাগাদ কেদারনাথ মন্দির খোলার কথা ছিল। চারধাম যাত্রার জন্য নতুন ভেরিফিকেশন পদ্ধতি নিয়ে আসে উত্তরাখণ্ড সরকার। তিনটি বিষয় রয়েছে এতে। এই পদ্ধতিতে চারধাম যাত্রীদের পরিচয়পত্র ও নথি, একটি কিউআর কোড এবং একটি রিস্ট ব্যান্ড থাকবে। নথিপত্র পরীক্ষার জন্য দীর্ঘক্ষণ ধরে দর্শনার্থীদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এএনআই সূত্রে খবর, রিস্ট ব্য়ান্ড, নথি-সহ করানো রেজিস্ট্রেশনের কাগজ গ্রহণযোগ্য। একজন দর্শনার্থীর রেজিস্ট্রেশন ঠিক রয়েছে কিনা তা দেখার জন্য মোবাইলে কিউআরকোড স্ক্যান করা যাবে।   


আরও পড়ুন:শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?