ইসলামপুর : চোপড়ার পর ইসলামপুরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু, তাঁর সভায় আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করেছেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক (Islampur TMC MLA)। এই পরিস্থিতিতে অভিষেক এসে নিয়ে গেলে তবেই তিনি সভায় যাবেন বলে জানিয়ে দিলেন আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। 


কালিয়াগঞ্জে জোড়া মৃত্যু নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তার মধ্যেই আজ উত্তর দিনাজপুরে তৃণমূলে নবজোয়ার যাত্রার সূচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গ্রাম বাংলায় জনসংযোগ যাত্রার আজ ষষ্ঠ দিন। করণদিঘিতে থাকবেন অভিষেক। চোপড়া, ইসলামপুর, চাকুলিয়া ও করণদিঘি, এই চারটি বিধানসভায় আজ তাঁর কর্মসূচি রয়েছে। জনসভার পাশাপাশি, করণদিঘিতে গণভোটের আয়োজন করা হয়েছে। এরই মাঝে গোয়ালপোখরে কানকি ধাম মন্দিরে পুজো দেবেন অভিষেক। ইতিমধ্যেই চোপড়ায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে ফের কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেছেন অভিষেক। এর পর ইসলামপুর যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু, সেই সভায় আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলে সরব হলেন দলের বর্ষীয়ান নেতা।


আরও পড়ুন ; 'ফোন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী', 'ইসলামপুরের বিধায়কের কাছে মাথানত তৃণমূলনেত্রী'-র; কটাক্ষ বিজেপির


আব্দুল করিম চৌধুরী বলেন, "এই মিটিংয়ে যাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানাননি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি। বা যাঁরা আয়োজক তাঁরা। অভিষেকের অফিস থেকে একজন ফোন করে বলেছিলেন। বলেছিলেন, এরকম প্রোগ্রাম আছে। আপনাকে যেতে হবে। কিন্তু, আজ আমি দুই মাস ধরে 'বিদ্রোহী' এমএলএ হিসাবে নিজেকে ঘোষণা করেছি। তৃণমূলের এখানকার সভাপতি আমার বিরোধী বলে ওঁকে এখানে যোগ করে দিয়েছেন। আমি বলেছিলাম, সন্ত্রাসবাদী নেতাকে আমার ইসলামপুর বিধানসভা কেন্দ্রে আমি চাই না। ব্লকটা আমার বিরোধী লোকের হাতে আছে। সন্ত্রাস করিয়ে এলাকাকে নিজের কব্জায় রাখতে চাইছেন। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেকের সভার জন্য তাঁর অফিসের একজন পিওনকে দিয়ে আমাকে জানানো হয়েছে। এখানকার জেলার নেতারা কেউ জানানি।"


সাম্প্রতিককালে একাধিক ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক। দলের গোষ্ঠীদ্বন্দ্বে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু থেকে শুরু করে পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাই। একাধিক ঘটনায় তৃণমূলের জেলা নেতৃত্বের একাংশকে কাঠগড়ায় তুলে খোদ মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান আব্দুল করিম চৌধুরী। নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবেও ঘোষণা করেন তিনি। তাঁর পাঠানো প্রার্থী তালিকায় সিলমোহর না দিলে তাঁদের নির্দল হিসেবে দাঁড় করাবেন, পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জও ছুড়ে দেন আবদুল করিম। আর এই প্রেক্ষিতেই, গত এক মাসে ইসলামপুর মহকুমায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ৪ জন তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠে। বিতর্কের আগুনে ঘি ঢালে দুয়ারে সরকার শিবিরে তৃণমূল নেতার হামলার ঘটনা।


আরও পড়ুন ; এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?