হায়দরাবাদ: লোকের বাড়ি সময় মত খাবার পৌঁছে দেওয়াই ছিল তাঁর কাজ। সেই কাজ করতেই পৌঁছে গিয়েছিলেন একটি অ্যাপার্টমেন্টে (Apartment)। কিন্তু সেখানে গিয়েই প্রাণ হারাতে হল এক স্যুইগি ডেলিভারি বয় (Swiggy Delivery Boy)। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে (Hyderabad)। মৃত যুবকের নাম মহম্মদ রিজওয়ান। তাঁর বয়স ২৩ বছর। সূত্রের খবর, হায়দরাবাদের বানজারা হিলসের একটি অ্যাপার্টমেন্টে খাবার পৌঁছে দিয়ে গিয়েছেন রিজওয়ান। ফ্ল্যাটের দরজায় নক করেন রিজওয়ান। যিনি ক্রেতা তিনি দরজা খুলতেই তাঁদের পোষ্য রিজওয়ানকে দেখে চিৎকার করতে থাকে। একই সঙ্গে সামনের দিকে ঝাঁপ দেয়। 


কুকুড়ের তাড়া খেয়ে ভয় পেয়ে অ্যাপার্টমেন্টে থার্ড ফ্লোর থেকে ঝাঁপ দেন রিজওয়ান। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিজাম ইনস্টিটিউট অফ মেডিকল্যাল সায়েন্সে ভর্তি করানো হয়েছিল। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শনিবার সন্ধেবেলা মারা যান সেই যুবক। পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''ডেলিভারি বয় লুম্বিনি রক ক্যাসেল অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় গিয়েছিল। যখন তিনি একটি ফ্ল্যাটের দরজায় টোকা দেন, তখন একটি জার্মান শেফার্ড চিৎকার করে তার দিকে এগিয়ে আসে। ভয়ে রিজওয়ান তৃতীয় তলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন। মাথায় চোট লাগে তাঁর।'' রিজওয়ানের ভাই মহম্মদ খাজা বানজারা হিলস থানায় অভিযোগ দায়ের করেন এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


শেয়ারচ্যাটে কর্মী ছাঁটাই


বিশ্বজুড়েই চাকরির বাজার যেন ক্রমশ সংকুচিত হচ্ছে। আর্থিক মন্দার কথাও উঠে এসেছে বারবার।  ফেসবুক, মেটা, টুইটারের মতো একাধিক সংস্থা ইতিমধ্যেই তাঁদের বহু কর্মী ছাঁটাই করেছে। এবার সেই তালিকায় জুড়ল আরও একটি সংস্থার নাম। কর্মী ছাঁটাই করল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ারচ্যাট। 


সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ারচ্যাট প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে বলে খবর। আসন্ন মন্দার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা এমনটাই জানা গিয়েছে। ব্যাঙ্গালোর ভিত্তিক মহল্লা টেক প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন, শেয়ারচ্যাট এর একটি ভিডিও Moj প্রায় 500 জনকে ছাঁটাই করবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে শেয়ারচ্যাটের বাজারমূল্য প্রায় ৫ বিলিয়ন ডলার, এখন প্রায় ২ হাজার ২০০ এর বেশি কর্মচারী রয়েছে এই সংস্থায়।


আরও পড়ুন: ১০ হাজারের বাজেটে দুর্দান্ত ক্যামেরা ফোন,এগুলি দেখতে পারেন