কাটরা : সন্ত্রাসবাদে সরাসরি মদত দেওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিবেশী রাষ্ট্র জম্মু ও কাশ্মীরের অর্থনীতিতে আঘাতে হেনে পর্যটকদের নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল বলে সুর চড়ান তিনি। চেনাব নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর উদ্বোধন করে কাটরার অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানেই ওঠে পাক-প্রসঙ্গ। পহেলগাঁওয়ে পাক-মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালিয়ে ২৬ জন নিরীহের প্রাণ কেড়ে নিয়েছে। যার পর উপত্যকার পর্যটন ব্যবস্থায় ভাঁটা পড়েছে। সে প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, "পাকিস্তান মানবতা, পর্যটন ও কাশ্মীরের মানুষের রুজি-রুটির বিরুদ্ধে। তাই পহেলগাঁওয়ে পর্যটকদের আক্রমণ করেছে।"
প্রধানমন্ত্রী বলেন, "দুর্ভাগ্যক্রমে, আমাদের প্রতিবেশী দেশে মানবতা, এমনকী গরিবের জীবন-ধারণের বিরুদ্ধে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে যা ঘটেছে তারই নমুনা এটা। পাকিস্তান পহেলগাঁওয়ে ইনসানিয়াত ও কাশ্মীরিয়াতের উপর আক্রমণ করেছে। ভারতের সাম্প্রদায়িক অশান্তি ছড়ানো এবং কাশ্মীরের কঠোর পরিশ্রমী মানুষের রোজগারে বাধা দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। তাই কাশ্মীরে পর্যটকদের আক্রমণ করেছিল পাকিস্তান। পাকিস্তান সেই পর্যটনকে টার্গেট করেছিলে, যে পর্যটনের উপর নির্ভর করে কাশ্মীরের মানুষ জীবন-ধারণ করেন।"