নয়া দিল্লি: ঠিক যেন হলিউড অ্যাকশন মুভি। চেন্নাইয়ের রাস্তায় একটি তিন চাকার অটোকে দু'চাকায় চলতে দেখে হতবাক সকলেই। দেখে যতই চোখ বিস্ফারিত হোক, এ কাজ মোটেও সহজ নয় কিন্তু। অটো রিকশা চালকের সেই গাড়ির সঙ্গে স্টান্ট করার ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনাটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (GWR) নাম তুলেছে। 


চেন্নাইয়ের একজন ব্যক্তি, নাম জগতিশ এম, এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে ভিডিওটি দেখেছেন কয়েক লক্ষ মানুষ। শুধু তাই নয়, তাঁর এই কাজটিকে গিনেস 'এপিক' বলেছে।  জিডব্লিউআর -এর ওয়েবসাইট বলেছে যে রেকর্ডের জন্য তিনি এই ধরনের কাজ করেছেন। তিন চাকার অটোকে দু চাকায় চালিয়ে প্রায় ২.২ কিমি যাত্রা করেছেন। যা পৃথিবীতে কেউ করেনি কোনওদিন। এই দূরত্ব অতিক্রম করেছিলেন শুধু নয়, গাড়িটিকে কেবল দুটি চাকায় ভারসাম্য রেখে চালিয়েছিলেন গোটা রাস্তা।               


যদিও তামিলনাড়ুর এই যুবক ২০১৫ সালের শেষের দিকে রেকর্ডটি তৈরি করেছিলেন, ভিডিওটি সম্প্রতি আবারও প্রকাশিত হয়েছে, সমস্ত অনলাইনে হতবাক।      


ভিডিওটি এখানে দেখুন:



ওয়েবসাইট অনুসারে, এই ব্যক্তি রিয়েলিটি টিভি শো "গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এব ইন্ডিয়া তোডেগা" তে উপস্থিত হয়েছিল, যে কাজ করার সময় তিনি 'দূরতম দূরত্বের সাইড-হুইল' এর জন্য রেকর্ড স্থাপন করেছিলেন। তিনি মুম্বাইয়ের জুহু অ্যারোড্রমে স্টান্ট করেছিলেন। তিনি বলেন, "আমি কখনও ভাবিনি যে এই রেকর্ডটি অর্জনযোগ্য, কিন্তু ... আমি সন্তুষ্ট," 


অনেকেই এই যুবককে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস অটোরিকশা সংস্করণের জন্য ডেকেছিলেন। অনেকে আবার অনলাইনে তাকে "রজনীকান্ত ভক্ত" বলে অভিহিত করেছিল।