চেন্নাই : অফিস-টাইম। যাত্রীদের ভিড়, হুড়োহুড়ি। আর সেই ব্যস্ত সময়েই সাবওয়েতে আটকে গেল মেট্রো। বিদ্যুৎ ছিল না বলে অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। এই পরিস্থিতিতে মেট্রো থেকে নেমে সুড়ঙ্গের রেলট্র্যাক ধরে হাঁটা লাগালেন যাত্রীরা। এ এমন এক মর্নিং ওয়াক যার জন্য প্রস্তুত ছিলেন না যাত্রীরা। চেন্নাই মেট্রোর ব্লু লাইনে এই ঘটনাটি ঘটেছে।
কী ঘটনা ?
চেন্নাই মেট্রোর ব্লু লাইন। যা উইমকো নগর ডিপো থেকে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত দৌড়ায়। এদিন সকালের একটি মেট্রো পরিষেবায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তার জেরে সেন্ট্রাল মেট্রো ও হাই কোর্ট স্টেশনের মাঝে আটকে যায় মেট্রোটি।
যাত্রীদের অভিযোগ, সেই সময় বিদ্যুৎ সংযোগ ছিল না। এই ঘটনার একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে যাত্রীদের দেখা গেছে, হঠাৎ সাবওয়েতে কেন ট্রেনটি থেমে গেল তা দেখার জন্য অনেকে উঁকি দিচ্ছেন। ১০ মিনিট সেভাবেই তাঁরা আটকা পড়েন। এরপর মেট্রোর তরফে ঘোষণা করা হয়, কাছের হাই কোর্ট স্টেশন অবধি হেঁটে চলে যেতে। যার দূরত্ব ছিল প্রায় ৫০০ মিটার।
অপর একটি ভিডিওয় দেখা গেছে, যাত্রীরা সুড়ঙ্গ দিয়ে হেঁটে বেরোচ্ছেন। সম্ভবত বিদ্যুৎ বিভ্রাট অথবা যান্ত্রিক ত্রুটির কারণে এই বিঘ্ন ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। পরে অবশ্য চেন্নাই মেট্রো রেলের তরফে এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়, পরিষেবা স্বাভাবিক হয়েছে।
গত নভেম্বরে ছুটির দিনে কলকাতায় মেট্রো বিভ্রাট দেখা দেয়! সকাল ৯টায় মেট্রো চালু হতেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ময়দান থেকে ব্রিজি স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হয় প্রাথমিকভাবে। সেই সময়ে, মেট্রো চলছিল ময়দান থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত। তবে ১ ঘণ্টার মধ্যেই সমস্যা মিটিয়ে ফের চালু হয়ে যায় মেট্রো পরিষেবা। প্রসঙ্গত, শহরে ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলছিল। ছুটির সকালে সেই কারণে অনেক মানুষই ইডেনমুখী ছিলেন। ফলে শহরে কিছুটা ব্যস্ততা ছিল। তবে পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার চেষ্টা করেন মেট্রো কর্তৃপক্ষ। ১ ঘণ্টা পরে, ফের স্বাভাবিক হয়ে যায় মেট্রো পরিষেবা।