চেন্নাই: চলতি লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা। কোভিড-১৯ সংক্রমণের ভয়ে অনেককে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অনেকে আবার অ্যাম্বুল্যান্স পরিষেবা না থাকার ফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন।


তবে, এক্ষেত্রে সেই সকল মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন পুলিশকর্মীরা। এমনই একটি ছবি উঠে এল চেন্নাইতে। সেখানে লকডাউনে আটকে পড়া এক আসন্নপ্রসবাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছে দিলেন এক পুলিশ অফিসার।

খবরে প্রকাশ, সাথুমা নগরে প্যাট্রলিং করার সময় ওই আসন্নপ্রসবার খোঁজ পান ইন্সপেক্টর ভূবনেশ্বরী। তিনি দেখেন, কয়েকজন স্থানীয় উৎকণ্ঠার সঙ্গে অ্যাম্বুল্যান্সের অপেক্ষা করছেন। কিন্তু, তা না আসায়, সকলের মধ্যে বেশ একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

মহিলার বাড়ি গিয়ে ইন্সপেক্টর দেখেন, ততক্ষণে তাঁর প্রসবযন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি বিচার করে, দ্রুত সিদ্ধান্ত নিয়ে পুলিশের গাড়ি করেই মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান।

পরে, হাসপাতাল থেকে জানানো হয়, এক সুস্থ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। দুজনই সুস্থ। তবে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দুজনেরই কোভিড পরীক্ষা করানো হবে।