শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলার হান্ডওয়াড়ায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন দুই অফিসার সহ চার সেনা কর্মী এবং জম্মু-কাশ্মীর পুলিশের এক অফিসার। ওই এনকাউন্টারে খতম হয়েছে ২ জঙ্গিও।
সেনার তরফে জানানো হয়েছে, যে চার সেনাকর্মী প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন ২১ রাষ্ট্রীয় রাইফেলসের কর্নেল পদমর্যাদার কমান্ডিং অফিসার, ওই ইউনিটের মেজর এবং আরও ২ জওয়ান। এছাড়া মারা গিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের এক সাব-ইন্সপেক্টরও।
সেনা জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে, জঙ্গিদের একটি দল হান্ডওয়াড়ার চাঙ্গিমুল্লা এলাকায় একটি বাড়িতে আশ্রয় নিয়েছে। খবর পেয়ে সেখানে তল্লাশি চালায় ২১ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু কাশ্মীর পুলিশের একটি যৌথ দল। শুরু হয় গুলির লড়াই।
সংঘর্ষে মৃত্যু হয় কর্নেল আশুতোষ শর্মার। সেনার তরফে জানানো হয়েছে, ওই অফিসার অতীতে একাধিক সফল জঙ্গিদমন অভিযানে অংশ নিয়েছিলেন।
মৃত্যু হয় রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার এবং ওই ইউনিটের আরও দুই জওয়ানের। এছাড়া, মারা যান পুলিশের এক সাব ইন্সপেক্টরের। ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয় দুই জঙ্গির। বাড়ির বাসিন্দাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।