নয়াদিল্লি: কোভিড-১৯ সংক্রমিত প্রাক্তন টেস্ট ক্রিকেটার ও বিজেপি নেতা চেতন চৌহানের মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট, যাতে তিনি লিখেছেন, শ্রী চেতন চৌহানজি একজন চমত্কার ক্রিকেটার, দারুণ রাজনৈতিক নেতা হিসাবে আলাদা করে নিজেকে চিনিয়েছিলেন। জনসেবায় ইতিবাচক অবদান রেখেছিলেন যেমন, তেমনই উত্তরপ্রদেশে শক্তিশালী করেছিলেন বিজেপিকেও। ওনার চলে যাওয়ায় বিব্রত, বেদনাহত। ওনার পরিবার, সমর্থকদের সমবেদনা জানাই। ওম শান্তি।


রবিবার করোনাভাইরাস জনিত জটিলতা, উপসর্গে ভুগে চেতনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই পুষ্পেন্দ্র চৌহান। দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতারা চেতনকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। দেশের হয়ে ৪০টি টেস্ট ম্যাচ খেলেছেন, খেলা ছাড়ার পর রাজনীতিতে নেমে যোগী আদিত্যনাথ সরকারের ক্যাবিনেট মন্ত্রীও হয়েছেন। সৈনিক কল্যাণ, হোমগার্ড, পিআরডি ও অসামরিক নিরাপত্তা সংক্রান্ত দপ্তরের ভার ছিল তাঁর হাতে। তার আগে দুবার সাংসদও হয়েছেন।
তাঁকে নিয়ে উত্তরপ্রদেশের দুজন মন্ত্রীর কোভিড-১৯ এ মৃত্যু হল।
তাঁর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও শোক, সমবেদনা প্রকাশ করে জনসেবা ও জমি সংক্রান্ত ইস্যু তোলায় চেতনের প্রচেষ্টা স্মরণ করেন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ট্যুইটে মন্ত্রিসভার সদস্যের প্রয়াণে শোকপ্রকাশ করে লিখেছেন, প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড়, ক্যাবিনেটে আমার সহকর্মী শ্রী চেতন চৌহানের অসময়ে চলে যাওয়ার বেদনাদায়ক খবরটা পেলাম। ভগবান শ্রী রাম, শ্রী চৌহানজিরপ পরিবার যেন এই চরম কষ্ট, যন্ত্রণা সহ্য করার শক্তি পায়। তাঁর চিরবিদায়ী আত্মাকে আপনার চরণে ঠাঁই দিন, ওম শান্তি।
চৌহানের ক্রিকেটের উন্নতির জন্য় ‘অসীম অবদানের’ প্রশংসা করেছেন, দুবার সাংসদ হিসাবে তাঁর ভূমিকা স্মরণ করেছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।