নয়াদিল্লি: পুলিশের চর সন্দেহে কিশোরকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ। অভিযোগের তির মাওবাদীদের দিকে। ছত্তীসগঢ়ের সুকমায় এই ঘটনা ঘটেছে। এক সপ্তাহের মধ্যে দুই কিশোরকে মেরে ফেলার অভিযোগ তাদের বিরুদ্ধে। চলতি সপ্তাহেই নিহত ১৬ বছরের কিশোরের ১৯ বছরের দাদাকেও মাওবাদীরা খুন করে বলে অভিযোগ। (Maoists in Sukma)


মঙ্গলবার বিকেলে সুকমার পুয়ার্তি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, সোয়াম শঙ্কর নামের ১৬ বছরের  কিশোরটি পুলিশের চর বলে সন্দেহ জাগে মাওবাদীদের। সেই থেকেই পিটিয়ে খুন করা হয় তাঁকে। চলতি বছরে সুকমায় বেশ কয়েকজনকে মাওবাদীরা খুন করেছে বলে অভিযোগ পুলিশের। সোয়ামকে পিটিয়ে মারা হয়েছ। তার দাদা, সোয়াম সীতারামকে বেতপেটা করে, তাড়া করে মারা হয় বলে জানা গিয়েছে। (Maoists in Sukma)


ছত্তীসগঢ়ের সুকমার পুয়ার্তি গ্রামটি মাওবাদীদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। People's Liberation Guerrilla Army-র প্রধান বরসে দেবা এবং তাঁর পূর্বসূরি মাদভি হিদমা, দক্ষিণ বাস্তারের কম্যান্ডার ইন চিফ, দু'জনের বাড়িও পুয়ার্তি গ্রামেই। সুকমার পুলিশ সুপার কিরণ চবন জানিয়েছেন, নিহত সোয়ামের পরনে ছিল স্কুল ইউনিফর্ম। মঙ্গলবার রাত ৮-৯টা নাগাদ তাকে পিটিয়ে খুন করা হয়। 


সুকমার পুলিশ সুপার জানিয়েছেন, চলতি সপ্তাহেই সোয়ামের ১৯ বছরের দাদাকে খুন করে মাওবাদীরা। পরিবারের তরফে পুলিশকে তা জানানো হয়নি। চুপিসাড়ে দেহ সমাধিস্থ করে দেওয়া হয়। সুকমা থেকে পরিবার দান্তেওয়াড়ায় সরে গিয়েছিল আগেই। দিদি মারা যাওয়ায় ফের সুকমা এসেছিল ওই কিশোর এবং তার ১৯ বছরের দাদা। দু'জনকেই খুন করা হয়েছে বলে অভিযোগ। পুয়ার্তির নয়া পুলিশ শিবির থেকে তিন কিলোমিটার দূরে, ওই কিশোরকে পিটিয়ে মারা হয় বলে জানা গিয়েছে। তার দেহটি সুকমা জেলা সদর দফতরে আনা হয়। ময়নাতদন্ত হয় মৃতদেহের। এ নিয়ে জাগরগুন্ডা থানায় এফআইআর দায়ের হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাওবাদীরা ওই কিশোরগে ঘর থেকে টেনে বের করে নিয়ে যায়। পিটিয়ে খুন করা হয় তার পর। সোয়াম দশম শ্রেণিতে পাঠরত ছিল। সুকমা এবং সংলগ্ন এলাকায় মাওবাদীদের সক্রিয়তায় উদ্বেগ বেড়েছে দিল্লির। এবছর জানুয়ারি মাস থেকে পর পর প্রায় ১২-১৫ জনকে মাওবাদীরা খুন করেছে বলে খবর।


আরও পড়ুন: Modi Red Fort Speech: তাঁর আমলে দেশে স্বর্ণযুগের সূচনা, স্বাধীনতা দিবসের ভাষণে দাবি মোদির