শিকাগো: আমেরিকার শিকাগোর বৃহত্তম জেলে ৪৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এটাই এখনও পর্যন্ত আমেরিকার কোনও একটি জায়গায় সব থেকে বড় করোনা সংক্রমণ।


এই কুক কাউন্টি জেলে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসামী আসে। সবাই থাকে পাশাপাশি ঘরে। এ সপ্তাহের শুরুতে বিষয়টি জানাজানি হয়, জানালার বাইরে হেল্প লিখে মানুষের দৃষ্টি আকর্ষণ করে তারা। কুক কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, রোগীদের মধ্যে সংক্রমণ যাতে পুরোপুরি ছড়িয়ে না পড়ে, সে জন্য চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। আক্রান্তদের আলাদা করতে ৫০০ বেডের কোয়ারান্টাইন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে, যে সব সেলে দুজন করে আসামী থাকে, সেগুলি থেকে তাদের বার করে নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গল সেলে, হয়েছে করোনা পরীক্ষার ব্যবস্থা।

যে জেলকর্মীদের সঙ্গে আসামীদের সংস্পর্শ হচ্ছে, শিফট শুরুর আগে তাঁদের জ্বর পরীক্ষা হচ্ছে, আসামীদের সঙ্গে কথাবার্তা বলার আগে দেওয়া হচ্ছে নিরাপত্তাবিষয়ক জিনিসপত্র। ওয়াশিংটননের মনরোয় ৬ আসামী করোনা আক্রান্ত হয়েছে জানার পর অন্য আসামীরা জেলে ভাঙচুর চালিয়েছে। আমেরিকায় এখনও পর্যন্ত ১৬,৬০০-র বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন, আক্রান্তের সংখ্যা ৪৬৩,০০০। বেশিরভাগ প্রদেশে লকডাউন চলছে, তারপরেও এই অবস্থা।