সমীরণ পাল ও সুনীত হালদার, উত্তর ২৪ পরগনা ও হাওড়া: নোভেল করোনা-আতঙ্কে উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় মুরগি বিক্রিতে ধস। সংক্রমণের আশঙ্কায় কমেছে মাংসের বিক্রি। কোথাও লোকসান রুখতে মাংসের সঙ্গে ফ্রি মিলছে পেঁয়াজ। কোথাও বিক্রি কমে যাওয়ায় বন্ধ খামার।
গোটা বিশ্বে নতুন ত্রাসের নাম নোভেল করোনা ভাইরাস। বাড়ছে মৃত্যুর সংখ্যা, বাড়ছে আতঙ্ক।আতঙ্কের প্রভাব পড়েছে এ রাজ্যেও। জেলায় জেলায় মুরগির ব্যবসায় করোনা আতঙ্কের প্রভাব পড়েছে। উত্তর ২৪ পরগনার সুখচর বাজারে গত কয়েক দিনে এক ধাক্কায় কমে গিয়েছে মুরগির মাংসের বিক্রি। ব্যবসায়ীদের দাবি, এখন মাংস বিক্রি হচ্ছে মাত্র ১০০ টাকা কেজি দরে। তাও সঙ্গে আড়াইশো গ্রাম পেঁয়াজ দিতে হচ্ছে বিনামূল্যে। বিক্রি কমায় লোকসান হচ্ছে বলে এটা করতে হচ্ছে বলে জানিয়েছেন জনৈক ব্যবসায়ী।
সস্তায় মাংস, সঙ্গে পেঁয়াজ ফ্রিতে পেয়ে খুশি ক্রেতারাও। একজন বললেন, ২০০ টাকায় ২ কিলো মাংস কিনেছি, সঙ্গে ৫০০ পেঁয়াজ দিয়েছে।
আতঙ্কের এক ছবি হাওড়ার উলুবেড়িয়াতেও। নোভেল করোনা আতঙ্কে বাসুদেবপুর এলাকায় ৩০-৪০টি মুরগির খামার বন্ধ করে দিয়েছেন মালিকরা।
বিক্রিবাটা কমে যাওয়ায় কাজ বন্ধ, মুরগির বাচ্চা কেউ তুলছে না বলে জানিয়েছেন রমেশ মাহাতো নামে স্থানীয় ব্যবসায়ী।
খামার মালিকদের দাবি, ছোট থেকে এক কেজি ওজনের মুরগি তৈরি করতে সময় লাগে ৪০ দিন। খরচ হয় গড়ে ৭০ টাকা। সেই গোটা মুরগিই এখন বাজারে বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে। মুরগি খামারের মালিক সুরজিৎ দাস দাবি করলেন, করোনা আতঙ্কে মুরগির দাম পড়ে গিয়েছে, সরকার ব্যবস্থা নিক।
আতঙ্ক কাটিয়ে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, আপাতত তারই অপেক্ষায় বিক্রেতারা।
করোনা-আতঙ্কে কমেছে বিক্রি, মুরগির মাংস বেচতে ১০০ টাকায় ১ কেজির সঙ্গে ফ্রি ২৫০ পেঁয়াজ! কোথায়, পড়ুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Mar 2020 07:20 PM (IST)
সস্তায় মাংস, সঙ্গে পেঁয়াজ ফ্রিতে পেয়ে খুশি ক্রেতারাও। একজন বললেন, ২০০ টাকায় ২ কিলো মাংস কিনেছি, সঙ্গে ৫০০ পেঁয়াজ দিয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -