নয়াদিল্লি : ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। তার আগে থেকেই অবশ্য রাজনৈতির পারদ চড়ছিল। রাজ্যের শাসক থেকে বিরোধী উভয়পক্ষই এই ইস্যুতে একে অপরকে নিশানা করে বারবার সুর চড়িয়েছে। এই আবহে এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিলেন, কাল থেকেই দেশের আরও কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বাংলায় শুরু হচ্ছে SIR। দ্বিতীয় পর্যায়ে বাংলা-সহ ১২টি রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলে হবে SIR। এই তালিকায় রয়েছে- বাংলা, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ ও তামিলনাড়ু।

Continues below advertisement

একনজরে কবে কী ?

SIR-এর দ্বিতীয় পর্যায়ে থাকা সব রাজ্যের সমস্ত ভোটারকে BLO-রা Unique Enumeration Form দেবেন। এই Unique Enumeration Form-এ বর্তমান ভোটার তালিকা থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকবে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার। কবে কীভাবে এই পর্যায় চলবে ?

Continues below advertisement

৪ নভেম্বর-৪ ডিসেম্বর: বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম৯ ডিসেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ৯ ডিসেম্বর-৮ জানুয়ারি: জানানো যাবে অভিযোগ৯ ডিসেম্বর-৩১ জানুয়ারি: অভিযোগের ভিত্তিতে শুনানি৭ ফেব্রুয়ারি: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ৩১ জানুয়ারির মধ্যে বাংলা-সহ ১২ রাজ্যে SIR শেষ