মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরে দুয়ারে সরকার ক্যাম্পে হাজির খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাম্পে গিয়ে কথা বললেন লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে। শুনলেন অভাব অভিযোগ। প্রায় ১০ মিনিট দুয়ারের সরকারের এই  ক্যাম্পে ছিলেন তিনি। তার পর তিনি মেদিনীপুর পুলিশ লাইনে চলে যান।

এর আগে বাঁকুড়া সফরে গিয়ে আচমকাই পৌঁছে গিয়েছিলেন আদিবাসীদের গ্রামে।খাটিয়ায় বসে গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা শুনেছিলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বাঁকুড়াতেই দুয়ারে সরকার কর্মসূচীর ঘোষণা করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১ ডিসেম্বর থেকে চালু হবে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা। সঙ্গে কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা।
রাজ্যের ৩৪৪টি ব্লকে মোট ২০ হাজার ক্যাম্প করা হবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছিল। প্রত্যেকটি পঞ্চায়েতে পৌঁছে ক্যাম্প করবেন সরকারি আধিকারিক ও কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের আবেদনের ভিত্তিতে ওই সব ক্যাম্প থেকেই তাঁদের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।