কলকাতা: কেন্দ্রের তলব পেলেও দিল্লি যাচ্ছেন না মুখ্যসচিব, ডিজিপি? কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে বুঝিয়ে দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডায়মন্ডহারবার যাত্রার সময় তাঁর কনভয়ে হামলার ব্যাপারেই তাঁদের তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য়েই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই ডেকে পাঠানো হয় তাঁদের। কিন্তু তাঁরা যাচ্ছেন না, এমনই ইঙ্গিত মিলছে রাজ্য প্রশাসন সূত্রে। মুখ্যসচিব কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠিতে বলেছেন, গোটা বিষয়টি রাজ্য সরকার গুরুত্ব দিয়ে দেখছে। তাই আমাদের উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হোক।
গতকালের ঘটনা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের রিপোর্টের পর মুখ্যসচিব, ডিজিপিকে তলব করা হয়। মুখ্য়সচিব নাড্ডার কনভয়ে পর্যাপ্ত নিরাপত্তার ব্য়বস্থা ছিল না, এমন অভিযোগ উড়িয়ে চিঠিতে উল্লেখ করেছেন, বুলেটপ্রুফ গাড়ি এবং পাইলট কার দেওয়া হয়েছিল। ছিলেন ৪ এএসপি, ৮ ডিএসপি এবং ১৪ জন ইন্সপেক্টর। ছিলেন ৭০ জন এসআই ও এএসআই, ৪০ জন র্যাসফ জওয়ান। ২৫৯ জন কনস্টেবল, ৩৫০ জনের সাহায্যকারী বাহিনী ছিল। কেন্দ্রীয় নিরাপত্তার বাইরেও এই ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন মুখ্যসচিব।