রমেশ জানিয়েছেন হোয়াটস্যাপ মারফৎ তিনি এই ভিডিও পেয়েছেন। ভিডিওতে একটি পূর্ণবয়স্ক বাঘকে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, কোনও একটি বাড়ির পিছনে রাখা বড়সড় জলের পাত্র দেখে আর লোভ সামলাতে পারল না ডোরাকাটা। জলের পাত্রের চারদিক শুঁকে দেখে শেষ পর্যন্ত জলেই শরীর চুবিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও বেশ ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিওটি মিনিট দেড়েকের। দেখা যাচ্ছে, কোনও একটি বাড়ির পিছনে রাখা জলের পড় একটা পাত্র। একটি বাঘ সেখানে এসে প্রথমে জলের পাত্রটির চারদিক শুঁকে দেখে। তারপর ওই পাত্রের ওপরে উঠে জলে নেমে পড়ে বাঘটি। ঠাণ্ডা জলে যেন গা জুড়িয়ে যায় তার। বেশ কিছুক্ষণ জলে গা ডুবিয়ে বসে থাকে বাঘটি। তবে এমনভাবে বাঘটি বসেছিল, যাতে প্রয়োজন হলেই দ্রুত পালিয়ে যেতে পারে।
তিনদিন পর মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা জয়রামের ওই ভিডিও রিট্যুইট করেন। তিনি কর্ণাটকের নাগরহোল অভয়ারণ্য থেকে ছয় মাইল দূরে তাঁদের পরিবারের কোডাগুর বাড়িতে শৈশবের ছুটি কাটানোর স্মৃতিচারণ করেছেন। মাহিন্দ্রা বলেছেন, তিনি ওখানে কখনও বাঘ দেখেননি। কিন্তু এই ভিডিও তাঁকে খুশি করেছে।