কলকাতা: এ যেন কেঁচো খুঁড়তে সাপ! সারোগেসির নামে নিউ আলিপুরের নিঃসন্তান দম্পতিকে প্রতারণাকাণ্ডের তদন্তে নেমে ডায়মন্ড হারবারে দুই ভুয়ো চিকিৎসকের খোঁজ পেল পুলিশ। তাদের দুটি নার্সিংহোম সিল করে দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে ২ অভিযুক্তকে।
পুলিশ সূত্রে খবর, নিউ আলিপুরের নিঃসন্তান দম্পতির সঙ্গে চুক্তি হয় এক সারোগেট মাদারের। অভিযোগ, তাঁদের কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় ওই মহিলা। তাকে গ্রেফতারের পর জানা যায়, সাড়ে ৬ মাসের ভ্রূণটিকে নষ্ট করে ফেলার উদ্দেশ্যে প্রথমে এক যুবককে প্রেমের জালে ফাঁসায় সে। এরপর ওই যুবককে স্বামী বলে পরিচয় দিয়ে গর্ভপাতের জন্য ডায়মন্ড হারবারের এক নার্সিং হোমে যায়। পুলিশের দাবি, তদন্তে জানা যায়, গোপাল মালিক নামে উচ্চ মাধ্যমিক পাশ এক ব্যক্তি চিকিৎসক পরিচয়ে ওই নার্সিং হোম খোলে। এর আগে সে একটি হাসপাতালের ওটি বয় হিসেবে কাজ করেছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই নিজের বাড়িতে নার্সিং হোম খুলে ফেলে গোপাল। ওই নার্সিং হোমে মাত্র ৪ হাজার টাকার বিনিময়ে মহিলার গর্ভস্থ ভ্রূণটিকে ওষুধের সাহায্যে মেরে ফেলার চেষ্টা হয়।
সারোগেট-প্রতারণাকাণ্ডে ওই মহিলা ছাড়াও তার প্রেমিক এবং দুই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আইপিসি-র ৩১৫ নম্বর ধারায় হোমিসাইডাল মিসক্যারেজ অর্থাৎ গর্ভস্থ ভ্রূণ হত্যার ধারাও যুক্ত করা হয়েছে।
সারোগেসি-প্রতারণা কাণ্ডে উন্মোচিত আরও রহস্য, ডায়মন্ড হারবারে গ্রেফতার ২ ভুয়ো চিকিৎসক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Mar 2020 10:27 AM (IST)
এই ঘটনায় আইপিসি-র ৩১৫ নম্বর ধারায় হোমিসাইডাল মিসক্যারেজ অর্থাৎ গর্ভস্থ ভ্রূণ হত্যার ধারাও যুক্ত করা হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -