নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর প্রসঙ্গ তুলতে গিয়ে ধাক্কা খেল চিন। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুতে আলোচনার প্রস্তাব তুলতে গিয়ে হালে পানি পেল না তারা। কার্যত, তেমন কোনও সমর্থন পায়ইনি বেজিং। আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা এবং তাতে ব্যর্থ হওয়া, কোনওটাই প্রথম নয় চিনের ক্ষেত্রে।
ভারতের বিদেশমন্ত্রক সূত্রে সংবাদ সংস্থা এএনআইকে এখবর নিশ্চিত করে জানানো হয়েছে যে, আন্তর্জাতিক মহল চিনের পাশে দাঁড়ায়নি।
বিদেশমন্ত্রক স্পষ্ট বলেছে, আমাদের ঘরোয়া ব্যাপারে চিনের হস্তক্ষেপ দৃঢ়ভাবে খারিজ করছি আমরা। চিনকে আবেদন করছি, তারা যেন এমন নিষ্ফলা প্রয়াস থেকে যথাযথ উপসংহার টানে।
প্রসঙ্গত, লাদাখের গালওয়ান উপত্যকায় গত জুনে ভারত, চিনের সেনাবাহিনীর সংঘর্ষের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে দুদেশের সম্পর্ক। ২০ জন ভারতীয় জওয়ান সংঘর্ষে নিহত হন। দেশের ভিতরে প্রবল চিন-বিরোধী ক্ষোভ ধূমায়িত হয়। তার জেরে ভারত বাইটডান্সের টিকটক ও উইচ্যাট সমেত একাধিক চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে পাল্টা মুখের মতো জবাব দেয়।