ঝিলম করঞ্জাই, কলকাতা: উদ্বেগের আরেক নাম নিউমোনিয়া (China Pneumonia)। চিনে শিশুদের মধ্য়ে দ্রুত ছড়াচ্ছে ফুসফুসের সংক্রমণ। কোভিডের ৩ বছর পর ফের সংক্রমণজনিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা। এ নিয়ে ইতিমধ্য়েই বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই পরিস্থিতে সতর্ক থাকা এবং নজরদারির উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।
করোনা অতিমারী বদলে দিয়েছিল পৃথিবীর চেনা ছবি। ঘরবন্দি জীবন, কড়া নিয়মের বেড়াজাল পেরিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে বিশ্ব। অতিমারীর ঠিক ৩ বছর পর ফের উঁকি দিচ্ছে আশঙ্কা। নেপথ্যে আবার সেই সংক্রমণজনিত রোগ। চিনে আচমকা দ্রুত ছড়াচ্ছে শিশুদের মধ্য়ে নিউমোনিয়া। ইতিমধ্য়েই সেখানে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়েছে অসংখ্য শিশু। যা আশঙ্কার জন্ম দিচ্ছে ভারত সহ গোটা বিশ্বে।
শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি বলছেন, চিন্তার কারণ। তথ্য অনেক পাওযা যায় না। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে চিহ্নিত করতে হবে। চিন থেকে যারা আসছে তাদের উপর নজরদারি রাখা উচিত।
করোনা অতিমারীর (Corona) সময় সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে অভিযোগের আঙুল ওঠে চিনের দিকে। বলা হয়, ফের সেই চিনে শিশুদের মধ্য়ে নিউমোনিয়া ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে। অক্টোবরের মাঝামাঝি থেকে চিনে হঠাৎ করে শিশুদের মধ্য়ে ফুসফুসের সংক্রমণের প্রকোপ দেখা যাচ্ছে। যা নিয়ে সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনের কাছে তথ্য চেয়েছে।
যদিও বেজিংয়ের সাফাই, আচমকা নিউমোনিয়ার এই প্রকোপের নেপথ্য়ে রয়েছে কোভিড বিধি শিথিল করা ও কিছু ভাইরাস। চিকিৎসক অরিন্দম বিশ্বাস আবার বলছেন, চিন ব্য়াপারটাই খুব সাসপেক্টের ব্য়াপার। আগেও তথ্য পাওয়া যায়নি। আরও তথ্য় লাগবে। এটা অবশ্য়ই ছড়াবে। তথ্য় থাকলে নিয়ন্ত্রণ করে সামাল দেওয়া যেতে পারে।
চিকিৎসকরা বলছেন, চিনে দেখা দেওয়া সংক্রমণ অন্য়ত্র ছড়িয়ে পড়তেই পারে। এক্ষেত্রে ভাইরাস চিহ্নিত করার উপর জোর দিচ্ছেন তারাঁ। সতর্ক থাকতেও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
নজরদারি বিশেষ করে চিন থেকে আসা মানুষের উপর নজরদারিতেও জোর দিচ্ছেন চিকিৎসকরা। আচমকা আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে সামাল দেওয়ার অবস্থা রয়েছে কিনা খতিয়ে দেখতে ইতিমধ্য়েই বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজ্য় স্বাস্থ্য় দফতরের তরফেও জানানো হয়েছে নজর রাখা হচ্ছে। পরিকাঠামো প্রস্তুত রয়েছে।