ঢাকা: বাংলাদেশকে নোভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে সাহায্য করতে ১০ সদস্যের মেডিকেল টিম পাঠাল চিন। টিমে ৬ জন পুরুষ, ৪ মহিলা ডাক্তার আছেন। চিনা দলটিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ এ কে আবদুল মোমেন ও বাংলাদেশে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত লি জিমিং। বাংলাদেশ বিদেশমন্ত্রকের জনৈক মুখপাত্র জানিয়েছেন, চিনা দলটিকে স্বাগত জানিয়ে কোনও একটি দেশের একার পক্ষে অতিমারী রোখা সম্ভব নয়, তাই বিভিন্ন দেশের সহযোগিতা, আদানপ্রদান অতি অবশ্যই চাই বলে মন্তব্য করেন মোমেন।
চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন এই সফরের আয়োজন করেছে।
বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বাড়ছে। সর্বশেষ তথ্য হল, কোভিড-১৯ এ সংক্রমিত মানুষের সংখ্যা ৬৮৫০৪, মৃত ৯৩০ জন।
বাংলাদেশি বিদেশমন্ত্রকের মুখপাত্রটি বলেন, চিনা চিকিত্সকরা অধিকাংশই শ্বাসপ্রণালী সংক্রান্ত রোগের বিশেষজ্ঞ। তাঁরা কোভিড ১৯ চিকিত্সার জন্য বরাদ্দ হাসপাতাল, কোয়ারান্টিন সেন্টার ও পরীক্ষা করার কেন্দ্রগুলিতে যাবেন। বাংলাদেশি ডাক্তারদের সঙ্গে অতিমারি নিয়ে আলোচনা করে তার নিয়ন্ত্রণ ও চিকিত্সার জন্য সুচিন্তিত পরামর্শ দেবেন তাঁরা।
করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশে ১০ ডাক্তারের টিম পাঠাল চিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jun 2020 06:13 PM (IST)
চিনা দলটিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ এ কে আবদুল মোমেন ও বাংলাদেশে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত লি জিমিং।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -