বেজিং: আইনসম্মত ভিসা বা রেসিডেন্স পারমিট থাকলেও ভারতীয়দের আগমন আপাতত নিষিদ্ধ করল চিন। ভারতের চিনা দূতাবাস গতকাল একটি নির্দেশ দিয়ে জানিয়েছে, করোনা অতিমারীর জেরে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। চিন যেতে চাওয়া ভারতীয়দের হেলথ ডিক্লারেশন ফর্মে চিনা দূতাবাস স্ট্যাম্প মারবে না বলে জানানো হয়েছে।


যদিও কূটনীতিক, কর্মী ও সি ভিসার যাঁরা অধিকারী, তাঁদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। জরুরি ভিত্তিতে বা মানবিক কারণে যাঁরা চিন আসতে চান, তাঁরা ভারতে অবস্থিত চিনা দূতাবাসে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।


পূর্ব লাদাখে ভারত-চিন অচলাবস্থা এখনও অব্যাহত। চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াত জানিয়েছেন, পরিস্থিতি যে কোনও মুহূর্তে সঙ্কটজনক দিকে মোড় নিতে পারে।