নয়াদিল্লি : এবার ভারতের প্রশংসা চিনা সংবাদমাধ্যমে। তাও একেবারে রাষ্ট্রপোষিত Global Times ভারতের কৌশলগত পদক্ষেপ ও সক্রিয় দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছে।
Centre for South Asian Studies at Fudan University-র অধিকর্তা ঝ্যাঙ্গ জিয়াডঙ্গ এই ইস্যুতে নিজের মতামত দিতে গিয়ে ভারতের অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরেছেন। যে লেখনী প্রকাশিত হয়েছে গত ২ জানুয়ারির সংখ্যায়। সংশ্লিষ্ট প্রতিবেদনে, ভারতের আর্থিক বৃদ্ধি, শহরের প্রশাসনিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দৃষ্টভঙ্গি পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে।
ঝ্যাঙ্গ জিয়াডঙ্গ লিখেছেন, একদিকে ভারত আর্থিক উন্নতি ও সামাজিক ব্যবস্থায় বড়সড় সাফল্যলাভ করেছে। এর অর্থনীতি গতি পেয়েছে। দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হওয়ার পথে রয়েছে।
উদাহরণ হিসাবে তিনি উল্লেখ করেন, "চিন ও ভারতের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতা নিয়ে আলোচনা করার সময়, ভারতীয় প্রতিনিধিরা আগে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে চিনের পদক্ষেপের ওপর গুরুত্ব দিতেন। কিন্তু এখন তারা ভারতের রফতানি সম্ভাবনার ওপর বেশি জোর দিচ্ছে ।"
প্রতিবেদনে লেখা হয়েছে, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে, ভারত পশ্চিমের সঙ্গে গণতান্ত্রিক ঐক্যমতে সহমত হওয়ায় জোর দেওয়ার অবস্থান থেকে সরে এসেছে। পরিবর্তে ভারতের গণতান্ত্রিক রাজনীতির বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে। বর্তমানে,
গণতান্ত্রিক রাজনীতিতে ভারতীয় উৎসের উপর আরও বেশি জোর দেওয়া হচ্ছে ।
এর পাশাপাশি প্রতিবেদনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিভিন্ন স্ট্র্যাটেজির প্রশংসা করা হয়েছে। যে কৌশলের উপর ভর করে ভারত কীভাবে আমেরিকা, জাপান ও রাশির মতো দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করেছে তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথাও। ঝ্যাঙ্গ জিয়াডঙ্গ লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর, বহুস্তরীয় কৌশল গ্রহণ করেছেন, ভারতের সঙ্গে আমেরিকা-জাপান, রাশিয়া ও অন্যান্য দেশের সম্পর্কের কথা প্রচার করা হয়েছে। ভারত সবসময় নিজেকে বিশ্বের ক্ষমতাশীল রাষ্ট্র হিসাবে তুলে ধরেছে। ১০ বছরেরও কম সময়ের মধ্যে ভারত বহুস্তরীয়-ভারসাম্যের দৃষ্টিভঙ্গি থেকে বহুস্তরীয়-সমতার দিকে এগিয়ে গেছে। বহুমুখী বিশ্বে ভারত দ্রুত একটা খুঁটিতে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এত দ্রুত পরিবর্তনের উদাহরণ খুব কমই দেখা যায়।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।