নয়াদিল্লি: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা SCO-র প্রতিরক্ষামন্ত্রী স্তরের বৈঠকে (Defence Minister Meeting) যোগ দিতে দুদিনের ভারত-সফরে আসছেন চিনের প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister Of China) জেনারেল সি শাংফু। সূত্রের খবর, ওই বৈঠকের পাশাপাশি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে (Rajnath Singh) আলাদা দেখা হওয়ার কথা তাঁর। এই মুহূর্তে ভারত-চিনের যা সম্পর্ক, তাতে দুই প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকে কী আলোচনা হয় জানতে উদগ্রীব আন্তর্জাতিক মহল।
যা জানা গেল...
গত মাসেই প্রতিরক্ষামন্ত্রী পদে জেনারেল সি শাংফুকে নিয়োগ করেছে বেজিং। রাশিয়া থেকে অস্ত্র কেনার অভিযোগে তাঁর উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। এদিকে ২০২০ সালের জুনে গালওয়ানে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনা সেনার মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, তার পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ এখনও গলেনি। এমন পরিস্থিতিতে ভারতের মাটিতে পা রাখতে চলেছেন চিনা প্রতিরক্ষামন্ত্রী। ২০২০ সালের জুনের পর এই প্রথম এমন কিছু হচ্ছে। কূটনৈতিক মহলের আশা, সি শাংফু ও রাজনাথ সিংহের বৈঠক সফল হলে পূর্ব লাদাখে যে ভাবে দু'দেশের সেনা এখনও একে অন্যের চোখে চোখ রেখে দাঁড়িয়ে রয়েছে, তা বদলাবে। হয়তো এই বৈঠকের পর থেকেই দু'দেশই ধীরে ধীরে সেনা সরানোর প্রক্রিয়া শুরু করতে পারে। সূত্রের খবর, তাইওয়ানের সামরিক তৎপরতা বাড়ালেও চিন ভারতের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমাতে চায় বলে ইঙ্গিত দিয়েছে। কিন্তু তাইওয়ানের লালফৌজের সক্রিয়তা বাড়ার অর্থ বেজিং-ওয়াশিংটন দূরত্ব বেড়ে যাওয়া। বস্তুত, এর মধ্যেই এই দুই দেশের সম্পর্কে বেশ কিছুটা উত্তেজনা রয়েছে। এমন সময়ই ভারতে SCO-র প্রতিরক্ষামন্ত্রী স্তরের বৈঠকে যোগ দিতে আসছেন সি শাংফু। একাধিক কারণেই গোটা বিশ্বের নজর থাকবে এই দিকে।
আর কী?
কূটনৈতিক মহল অবশ্য মনে করে, দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গললে চিনের সর্বশক্তিমান প্রধান, শি জিনপিংয়ের পক্ষেও SCO শীর্ষবৈঠকে যোগ দিতে ভারতে আসা সহজ হবে। আগামী জুলাইয়ে ওই শীর্ষবৈঠক হওয়ার কথা যার জন্য এদেশে আসতে পারেন জিনপিং। তবে তার আগে নিজের মন্ত্রীদের দিয়ে জল মাপিয়ে নিতে চান জিনপিং, এমনই ধারণা আন্তর্জাতিক মহলের। এর আগে, গত মাসে G-20 গোষ্ঠীর বিদেশমন্ত্রী স্তরের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন চিনের বিদেশমন্ত্রী কিং গ্যাঙ্গ। SCO-র বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য ফের মে মাসের গোড়ায় এদেশে আসার কথা তাঁর। তার আগে, ২৭-২৮ এপ্রিল ভারতে আসছেন চিনের বিদেশমন্ত্রী।
আরও পড়ুন:জীবনের 'অর্ধশতরান', শুভেচ্ছা-বহরে ভাসছেন ক্রিকেটঈশ্বর