কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ-এ নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন। আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়ের করার অনুমতি দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিবিআই তদন্তের আবেদন জানানো হলো মামলাকারী আইনজীবীর তরফে। 'মামলাকারীর আবেদন নাবালিকার পরিবারকে নিরাপত্তা প্রদান করা হোক। পাশাপাশি ১ কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়া হোক'। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন। আগামীকাল শুনানির সম্ভাবনা। 


এদিকে কালিয়াগঞ্জকাণ্ডে পুলিশ-প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। সন্দেহভাজন তৃণমূল প্রধানকে জিজ্ঞাসাবাদই করা হয়নি। ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চাওয়ায় ২ জনকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে প্রিয়াঙ্কের অভিযোগ। গতকাল দিনভর টানাপোড়েনের পর, আজ সকালে প্রিয়াঙ্ক কানুনগো-র সঙ্গে দেখা করতে রায়গঞ্জের সার্কিট হাউসে যান উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক, রায়গঞ্জের মহকুমা শাসক এবং কালিয়াগঞ্জকাণ্ডের তদন্তকারী অফিসার। তাঁদের সঙ্গে ছিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ময়নাতদন্তকারী চিকিৎসক ভাস্করজ্যোতি দেবনাথ। প্রিয়াঙ্কের অভিযোগ, তিনজনের বক্তব্যে ফারাক রয়েছে। এর থেকেই অনুমান, কোনও কিছু আড়াল করার চেষ্টা চলছে। সোমবার কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে বীরভূমের নলহাটিতে পথ অবরোধ করে বিজেপির সমর্থকরা। রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। মিনিট পঁয়তাল্লিশ পর, পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। 


তবে এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় কালিয়াগঞ্জে মৃত নাবালিকার পরিবার। পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে সরব পরিবারের সদস্যরা। এদিকে দু'দিন অশান্ত হওয়ার পর আজ সকাল থেকেই থমথমে ছিল গোটা কালিয়াগঞ্জ। অশান্তি রুখতে একাংশে জারি হয়েছে ১৪৪ ধারা। যদিও গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আজও অব্যাহত।  


গতকাল কালিয়াগঞ্জের ঘটনায় রাজ্যে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন আসতেই শুরু সংঘাত। একের পর এক টুইট করে এনসিপিসিআরের বিরুদ্ধে খড়গহস্ত রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর। কালিয়াগ়ঞ্জে গেল জাতীয় তফশিলি কমিশনও। 


নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে দু’দিন ধরে উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। ৭ দিনের জন্যে কালিয়াগঞ্জের একাংশে জারি হয়েছে ১৪৪ ধারা। এর মধ্যেই চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো-র নেতৃত্বে মৃত নাবালিকার বাড়িতে গেলেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা। প্রায় ২ ঘণ্টা ধরে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে কালিয়াগঞ্জ। কখনও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কখনও পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি চলে। পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে দাবি করেন পুলিশ সুপার।