শাহজাহানপুর: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! প্রমাণ হিসেবে ইতিমধ্যেই আইন নিয়ে পঠনরত তরুণী বিশেষ তদন্তকারি দলের কাছে তুলে দিয়েছেন ৪৩টি ভিডিও। তার মধ্যে রয়েছে তরুণীর একটি স্নানের ভিডিও। অভিযোগ, ওই ভিডিও দেখিয়েই তরুণীকে ব্ল্যাকমেল করা হয় এবং তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। প্রথমে অভিযোগ না নিলেও পরে তরুণীর বাবা দিল্লিতে গিয়ে অভিযোগ দায়ের করার পর গঠিত হয় সিট। শুরু হয় তদন্ত। যদিও এখনও গ্রেফতার করা হয়নি স্বামী চিন্ময়ানন্দকে।
কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না? এই প্রশ্ন তুলেই এদিন আত্মহত্যার হুমকি দিয়েছেন উত্তরপ্রেদেশের শাহজাহানপুরের নির্যাতিতা তরুণী। অভিযোগকারির প্রশ্ন, ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান রেকর্ড করার ২ দিন পরও কেন চিন্ময়ানন্দকে গ্রেফতার করা হয়নি? এরপরই তরুণী হুমকি দিয়ে বলেন, “সরকার যদি আমার মৃত্যুর অপেক্ষা করে থাকে, আমি গায়ে কেরোসিন ঢেলে নিজেকে পুড়িয়ে মারব।”
এই মামলায় এখনও কেনও চিন্ময়ানন্দের বিরুদ্ধে এফআইএর দার করা হয়নি, প্রশ্ন তুলেছেন তরুণীর বাবাও। এই বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, রক্তচাপজনিত রোগ, পেটের গণ্ডগোল এবং শারীরিক দুর্বলতার কারণে স্বামী চিন্ময়ানন্দ এখন চিকিৎসাধীন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সেকারণেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি তাঁকে। বাড়িতেই চিকিৎসা চলছে। এমনটাই জানিয়েছেন চিন্ময়ানন্দের আইনজীবী।