শেষ মোদি-মমতা বৈঠক। কী কী কথা হল দুজনের। বাইরে এসে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।


- প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে। দ্বিতীয়বার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লি আসা হয়নি। রাজ্যের দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়েছে।
- রাজ্য ১৩,৫০০ কোটি টাকা পায় কেন্দ্রের কাছে। বাংলার নাম পরিবর্তন নিয়ে যদি কোনও বক্তব্য থাকে কেন্দ্রের,
তা রাজ্যকে জানানো হোক।
- বীরভূমে দেউচা-পাচামি কোল ব্লকের অনুমোদন পেয়েছি।
- পুজোর পর যদি সময় থাকে তাহলে যেন আসেন প্রধানমন্ত্রী।
- দেউচা-পাচামি প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি।
- এটা রাজনৈতিক বৈঠক নয়।
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি সময় দেন, তাহলে দেখা করব। আগেও রাজনাথ সিংহের সঙ্গে দেখা করেছি।
- এনআরসি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও কথা হয়নি। এই বৈঠক কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের হয়েছে। এনআরসি করতে দেব না বাংলায়।

আড়াই বছর পরে আজ বৈঠকে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪.৩০য় শুরু হয় বৈঠক।
গতকালই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি উড়ে যান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বকেয়া টাকা, রাজ্যের নাম পরিবর্তন-সহ একাধিক দাবিদাওয়া নিয়ে মোদির সঙ্গে কথা বলতেই তাঁর দিল্লি যাত্রা। রাজীব কুমারকে যখন গ্রেফতার করতে চাইছে সিবিআই, ঠিক সেই সময়ই মমতা-মোদির সাক্ষাৎ নিয়ে কটাক্ষের সুর বিরোধীদের গলায়। যদিও, বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী।