নয়াদিল্লি: করোনা মোকাবিলায় এবার ভারতেও মিলবে অ্যান্টিবডি ককটেল। ভারতের বাজারে এই ওষুধ আনার ক্ষেত্রে রোচে ইন্ডিয়ার সঙ্গে হাতও মিলিয়েছে ওষুধ প্রস্তুতকারক সিপলা। সোমবার বিবৃতি দিয়ে এমনটাই জানাল রোচে ইন্ডিয়া। গবেষণায় দেখা গিয়েছে, সার্স, মার্স এমনকী সার্স-কোভ-২ ভাইরাসের বিরুদ্ধেও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভাবে সক্ষম এই অ্যান্টিবডি ককটেল।
সম্প্রতি কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO, জরুরি ভিত্তিতে অ্যান্টিবডি ককটেল প্রয়োগে ছাড়পত্র দিয়েছে। রোচে ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, অ্যান্টিবডি ককটেলের প্রতি ডোজের দাম পড়বে প্রায় ৬০ হাজার টাকা।
কৃত্রিমভাবে তৈরি দু’টো অ্যান্টিবডি ক্যাসিরিভিম্যাব এবং ইমডেভিম্যাবের ককটেল ইঞ্জেকশনের মাধ্যমে রোগীর শরীরে দেওয়া হবে। এরা গবেষণাগারে তৈরি এবং মানুষের শরীরে ইমিউনিটি বাড়ায়। করোনার বিরুদ্ধে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই দুটি অ্যান্টিবডিই বিশেষ ভাবে সক্ষম বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
এই ককটেলে দুটি অ্যান্টিবডিই ৬০০ মিলিগ্রাম করে ব্যবহার করা হয়েছে। বিজ্ঞানীদের দাবি, যাঁরা করোনায় আক্রান্ত, তাঁদের রোগ বেড়ে যাওয়ার মাত্রা নিয়ন্ত্রিত হচ্ছে অ্যান্টিবডি ককটেলে। জানানো হয়েছে, ২-৮ ডিগ্রি সেলসিয়াসে এর সংরক্ষণ করে, ইঞ্জেকশনের মাধ্যমে এই ডোজ প্রয়োগ করতে হবে।
জানানো হয়েছে, মাইল্ড থেকে মডারেট করোনা কেসে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উপর এটি প্রয়োগ করা যাবে। যাঁদের কোভিড সংক্রমণ বাড়াবাড়ির পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাঁদের উপরেও এটি প্রয়োগ করা যেতে পারে।
অন্যদিকে যারা করোনায় আক্রান্ত হয়নি, তাঁদের রোগ প্রতিরোধ করছে এটি। সিপলার তৈরি করোনার এই জীবনদায়ী ওষুধে ভারতীয় বাজারে ডোজ প্রতি দাম হবে ৫৯ হাজার ৭৫০ টাকা। গত বছর অক্টোবর মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, করোনা আক্রান্ত থাকাকালীন অ্যান্টিবডি ককটেল ইঞ্জেকশন নিয়েছিলেন। দুই সংস্থার তরফে যৌথ বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুটি ডোজের প্যাক মিলবে ১,১১,৫০০টাকায়। পাশাপাশি এও জানানো হয়েছে, জুনের মাঝামাঝি সময়ে দেশের বাজারে দ্বিতীয় দফায় অ্যান্টিবডি ককটেলও পৌঁছে যাবে।