বেঙ্গালুরু: কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় গিলিড সায়েন্সের তৈরি অ্য়ান্টি-ভাইরাল ওষুধ রেমডিসিভিরের দাম ৫ হাজার টাকার কম রাখা হবে বলে জানাল ভারতীয় সংস্থা সিপলা।
রবিবারই, হেটেরো ল্যাবের সঙ্গে যৌথভাবে ভারতীয় বাজারে রেমডিভিসিরের জেনেরিক ভার্সান বিক্রি করার অনুমতি পেয়েছে সিপলা। হেটেরোর তরফে জানানো হয়েছে, ১০০ মিলিগ্রাম ডোজের মূল্য পাঁচ থেকে ৬ হাজারের মধ্যে রাখা হবে।
বাংলাদেশের সর্ববৃহৎ ওষুধ প্রস্তুতকারী সংস্থা বেক্সিমকো ফার্মা বিশ্বের গত মে মাসে প্রথম সংস্থা হিসেবে রেমডিসিভিরের জেনেরিক ভেরিয়ান্ট প্রকাশ করে। সংস্থা সূত্রে দাবি, ভায়াল প্রতি ওষুধের মূল্য পাঁচ থেকে ৬ হাজার বাংলাদেশি টাকা রাখার পরিকল্পনা রয়েছে তাদের।
রেমডিসিভিরকে বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ রোগীর চিকিৎসায় প্রয়োগ করা হয়েছে। চিকিৎসায় ইতিবাচক সাড়া মেলায় গুরুতর আক্রান্তদের ওপর এই ওষুধ প্রয়োগ করার অনুমতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ কোরিয়া। পাশাপাশি, এই ওষুধের পূর্ণ ব্যবহারের অনুমতি দিয়েছে জাপান সরকারও।
সিপলা জানিয়েছে, ভারতের বাজারে এই ওষুধের নাম হবে সিপরেমি। এখনও মার্কিন যুক্তরাষ্ট্রে রেমডিসিভিরের কোনও মূল্য ধার্য করা হয়নি। গিলিড জানিয়েছে, চলতি বছরের শেষদিকে প্রায় ২০ লক্ষ কোভিড-১৯ রোগীর জন্য ডোজ উৎপাদন করতে সক্ষম হবে তারা।
প্রসঙ্গত, এই মুহূর্তে দেশে করোনায় মৃত বেড়ে ১৪ হাজার ৪৭৬ ঠেকেছে। মোট আক্রান্ত ৪ লক্ষ ৫৬ হাজার ১৮৩। একদিনে সুস্থ প্রায় সাড়ে ১০ হাজার। দেশে মোট সংক্রমণ-মুক্ত ২ লক্ষ ৫৮ হাজার ৬৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনের মৃত্যু। একদিনে আক্রান্ত ১৫ হাজার ৯৬৮।