নয়া দিল্লি: নয়া দিল্লি: রাজধানীতে বাড়ছে ওমিক্রন। এই আবহে দিল্লিতে করোনার নয়া প্রজাতির 'হলুদ সতর্কতা' জারি করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাধারণত পর পর দু'দিন কোভিড পজিটিভিটির হার ০.৫ শতাংশের বেশি থাকলে 'হলুদ' সতর্কতা জারি করা হয়। দিল্লিতে এই মুহূর্তে অনেকটাই বৃদ্ধি  পেয়েছে ওমিক্রন। এই আবহে রাজধানীতে প্রথম পর্যায়ের বিধিনিষেধও জারি করছে কেজরিওয়াল সরকার। 


মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি সংবাদ সম্মেলনে বলেন, শীঘ্রই বিশদে একটি নির্দেশিকা প্রকাশ করা হবে। যদিও তিনি বলেছেন এই ওমিক্রনে যারা আক্রান্ত হচ্ছেন তাঁরা মৃদু সংক্রমিত এবং রোগীরা জলদি সেরে উঠেছেন। তবে রাজধানীতে ওমিক্রন বিস্তার রুখতে কঠোর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে তাঁর সরকার। এই 'হলুদ নির্দেশিকা' অনুসারে, রাতে কারফু জারি হবে, বন্ধ থাকবে স্কুল ও কলেজ, প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে, মেট্রো-ট্রেন এবং পাবলিক ট্রান্সপোর্টে অর্ধেক যাত্রী নিয়ে চলবে। এদিনই দিল্লির আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন অরবিন্দ কেজরিওয়াল।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবার প্রকাশিত বুলেটিন অনুসারে, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছে ১৬৫ জন। দিল্লিতে এখনও পর্যন্ত নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৩১ জন।  


দেশে ওমিক্রন (omicron) আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। ২১টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।  


সৈকত-রাজ্য গোয়ায় আট বছরের একটি ছেলের শরীরে সংক্রমণ পাওয়া গিয়েছে। ছেলেটি তাঁর বাবার সঙ্গে সম্প্রতি এসেছে যুক্তরাজ্য থেকে। মণিপুরে আক্রান্ত ৪৮ বছরের ব্যক্তি এসেছেন তানজানিয়া থেকে। সম্প্রতি করোনা পজিটিভ হন তিনি। তারপরই পরীক্ষায় ধরা পড়ে তিনি ওমিক্রন আক্রান্ত। 
ওমিক্রন উদ্বেগের মাঝেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিল্লিতে সোমবার থেকে ফের রাত্রিকালীন বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নিল প্রশাসন। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নিয়ন্ত্রণ বিধি।