প্রকাশ সিনহা, কলকাতা: কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার স্বামী ও শ্বশুরের কাছ থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখছে সিবিআই। গতকালই তাঁর ওই নথি সিবিআইয়ের কাছে জমা দেন। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ওই নথিপত্রে লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে কোনও তথ্য নেই। কয়লা ও গরু পাচারকাণ্ডের তদন্তে এখন লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই নজর সিবিআইয়ের।


সিবিআইয়ের লন্ডন রহস্য। কয়লা ও গরু পাচার কাণ্ডে বিদেশে পাচার হওয়া টাকার হদিশ পেতে লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টই এখন সিবিআইয়ের নজরে। সিবিআই সূত্রে দাবি, বেআইনি পাচার কারবারের লাভের টাকার একটা বড় অংশ লন্ডনের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। কিন্তু কারা জমা দিয়েছে টাকা? কীভাবে? কাদের মাধ্যমে? 


সেই প্রশ্নের উত্তর পেতেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে। অভিষেকের শ্যালিকার স্বামী ও শ্বশুর অঙ্কুশ এবং পবন অরোরাকেও জিজ্ঞাসবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার সেই তদন্তের সূত্রেই সিবিআইয়ের কাছে নথি জমা দিয়েছেন অভিষেকের শ্যালিকার স্বামী ও শ্বশুর।


কিন্তু সিবিআই সূত্রে দাবি, সেই নথিতে লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য নেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, এর আগে যখন অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তিনি জানিয়েছিলেন, আর্থিক বিষয়ে তিনি কিছু জানেন না। ও সব দেখেন তাঁর স্বামী ও শ্বশুর। এরপর মেনকার স্বামী ও শ্বশুর জানান, তাঁরা লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে কিছু জানেন না। সিবিআইয়ের গোয়েন্দাদের প্রশ্ন,  তাহলে কি অন্য কাউকে দিয়ে খোলানো হয়েছিল লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট? 


এই প্রশ্নের উত্তর খুঁজতে সব সম্ভাবনাই খতিয়ে দেখছেন গোয়েন্দারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে অভিষেকের শ্যালিকার স্বামী ও শ্বশুর যে সব নথি জমা দিয়েছেন, তা খতিয়ে দেখতে দুই সদস্যের টিম তৈরি করেছে সিবিআই।