নয়াদিল্লি: দূষণের প্রকোপ রয়েছে এখনও। তার মধ্যেই ঠান্ডায় জবুথবু অবস্থা রাজধানী দিল্লির (Delhi Weather Updates)। ঘন কুয়াশাও ঘিরে রেখেছে দিল্লিকে। তার জেরে ব্যাহত উড়ান পরিষেবাও। একাধিক বিমানের উড়ান পিছিয়ে দেওয়া হল। আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে আগামী চার দিন তীব্র শৈত্যপ্রবাহ চলবে (Cold Wave Alert)। তাপমাত্রাও একধাক্কায় অনেকটা নিচে নেমে যেতে পারে। 


আগামী কয়েক দিনে আরও পতন তাপমাত্রায়, জানাল আবহাওয়া দফতর


আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, ঘন থেকে অতি ঘন কুয়াশা ঢেকে রাখবে রাজধানীকে। শৈত্যপ্রবাহ চলবে সঙ্গে। দিল্লি-সহ উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে। আগামী চার দিন অন্তত এমনই অবস্থা থাকবে আবহাওয়ার। তার জেরে দিল্লি এবং সংলগ্ন এলাকার তাপমাত্রাও একধাক্কায় অনেকটাই নিচে চলে যাবে। পঞ্জাব, চণ্ডীগড়, রাজস্থান, হরিয়ানাতেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেখানেও তাপমাত্রা অনেকটাই নিচে চলে যাবে বলে ইঙ্গিত।


মঙ্গলবার সকালে কার্যত অন্ধকারেই ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। দৃশ্যমানতা কার্যত ছিল না বললেই চলে। সেই আবহে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কিছু বিমানের উড়ান পিছিয়ে দেওয়া হয়।


আরও পড়ুন: Coronavirus : কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা, দ্বিতীয় বুস্টার কবে, কী জানাল কেন্দ্র


একই সঙ্গে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এমন ২১টি ট্রেন বাতিল করা হয় বলে জানিয়েছেন রেলের এক মুখপাত্র। দিল্লির মূল আবহাওয়া কেন্দ্র, ,ফদরজং আবহাওয়া হাওয়া অফিস জানিয়েছে, আজ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রির কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে।


আগামী দু’দিন দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। শৈত্যপ্রবাহের জেরে তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে চলে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। সবমিলিয়ে দিল্লিতে দৃশ্যমানতা ০ থেকে ৫০  মিটারে নেমে যেতে পারে বলে আশঙ্কা।


আগামী দু’দিন দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে


একই সঙ্গে এ দিন দিল্লিতে বাতাসের গুণমানও ছিল উদ্বেগজনক। এ দিন সকাল ১১টা নাগাদ দিল্লির বাতাসের গুণমান ছিল ৩৮৪, যা অত্যন্ত ক্ষতিকর হিসেবে ধরা হয়। তাই আপাতত দিল্লিতে আপদকালীন নির্মাণকার্য ছাড়া, সমস্ত নির্মাণকার্য, বাড়ি ভাঙা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তবেই কাজ শুরু করা যাবে।