নয়াদিল্লি : প্রতিবেশী রাষ্ট্রে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ( Coronavirus )  দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল এ দেশও। দফায় দফায় বৈঠক হয় কেন্দ্র ও রাজ্যে। দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। তবে এর মধ্যেই স্বস্ত্বি দিচ্ছে দেশের দৈনিক করোনা পরিসংখ্যান। 


কমছে দৈনিক করোনা সংক্রমণ 



গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৭৩। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৮ হাজার ৮২২। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৭০৭ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমায় কিছুটা স্বস্তি এসেছে। 


দ্বিতীয় বুস্টার ডোজ কবে


এরই মধ্যে এসে পড়ছে দ্বিতীয় বুস্টার ডোজের প্রসঙ্গ। তবে মঙ্গলবার নাকি কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে,  কোভিড -১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়তে এখনই দেশে দ্বিতীয় বুস্টার ডোজ চালু হচ্ছে না। এখনই এর নেওয়ার দরকার নেই, বলেই নাকি জানিয়েছে সরকারি সূত্র। জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই ।


সরকারি সূত্র বলছে “প্রথমে আমাদের দেশে বুস্টার ড্রাইভ সম্পন্ন করতে হবে”। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশে মোট ২২০.১১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে, যার মধ্যে ৯৫.১৩ কোটি জন কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে যখন জনসংখ্যার মাত্র ২২.৪১ কোটি জন সতর্কতামূলক ডোজ (বুস্টার ডোজ) গ্রহণ করেছে। তাই এই মুহূর্তে প্রথম ডোজ যাতে সবাই নেয় , সেদিকেই সম্ভবত নজর থাকবে সরকারের। এখনই চালু হচ্ছে না দ্বিতীয় বুস্টার।


চিনে ফের ভয়ঙ্কর আকার নিয়েছে করোনার সংক্রমণ। চিন ছাড়াও নতুন সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, আমেরিকা-সহ বিভিন্ন দেশে। ভারতেও চারজনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের BF.7 ভ্যারিয়েন্ট।  ভারতেও ইতিমধ্য়েই ভয়ঙ্কর সাব ভ্যারিয়েন্ট BF.7-এর হদিশ মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন, কোনওভাবেই নতুন এই ভ্যারিয়েন্টকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠেনা। তাঁদের পরামর্শ, আর বিলম্ব না করে ফের জনবহুল অবস্থায় প্রত্য়েকের মাস্ক পরা উচিত। তবে এরই মধ্যে স্বস্তি যে এদেশে করোনা গ্রাফ চোখ রাঙাচ্ছে না ।                          


আরও পড়ুন  : 


ডায়েট কন্ট্রোল করতে গিয়ে মেজাজ তিরিক্ষে? আসছে ডিপ্রেশন? রইল সলিউশন