নিউইয়র্ক : রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে কলোরাডোয় ইজ়রায়েলের সমর্থনে একটি জমায়েতের উপর হয়েছে ভয়ঙ্কর হামলা। মার্কিন তদন্তকারীদের এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবেই উল্লেখ করেছে। ঘটনার অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রাফতারও করেছে পুলিশ। ফায়ার বম্ব ও মেকশিফ্ট ফ্লেমথ্রোয়ার ছোড়া হয়েছে ইহুদিদের সমর্থনে একটি মিছিলের উপর।
রবিবার কলোরাডোয় শপিং মলের বাইরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন হঠাৎ করেই এই হামলা চালানো হয়। ঘটনায় ছয়জন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। আরও অনেকেই আহত । এফবিআই এই হামলাকে পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলেই মনে করছে। এখনও প্রাণহানির খবর নেই ঠিকই, তবে আগুনে জ্বলে পুড়ে বীভৎসভাবেই আহত ৬ জন। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রে খবর, আহতদের সারা গায়ে ঝলসে যাওয়া দাগ, অসহ্য যন্ত্রণা।
এদিন গাজায় ইজরায়েলি পণবন্দিদের মুক্ত করার দাবিতে স্লোগান তুলছিলেন মিছিলে অংশগ্রহণকারীরা। আচমকাই সেখানে খালি গায়ে বোতল হাতে এক ব্যক্তি ছুটে আসে। এসেই প্যালেস্টাইনকে মুক্ত করার স্লোগান তোলে। ফ্রি প্যালেস্টাইন- স্লোগান তুলেই ফায়ার বম্ব ও মেকশিফ্ট ফ্লেমথ্রোয়ার দিয়ে আক্রমণ করে। তাতে প্রায় ঝলসে যান বেশ কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই হামলাকারী ল্যান্ডস্কেপার সেজে মিছিলে ঢুকে পড়ে। তারপর ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে হঠাৎ করেই সে আগুনের গোলা ছুড়ে হামলা চালায় । বোল্ডারের পুলিশ জানিয়েছে, তারা এই হামলার পিছনে কারণ খতিয়ে দেখছে। এর পিছনে বড় কোনও গোষ্ঠী আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দারা জানাচ্ছেন, এই হামলা সম্পর্কে আরও তথ্য জানাতে একটি সংবাদ বৈঠক করা হয়। এফবিআইয়ের ডিরেক্টর কাশ পটেল সোশ্যাল মিডিয়ায় জানান, আমাদের এজেন্ট এবং স্থানীয় নিরাপত্তা সংস্থা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপডেট জানানো হবে।
ফক্স নিউজ সূত্রের খবর, আক্রমণকারী সোলিমান একজন মিশরীয় নাগরিক । বাইডেন প্রশাসনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল সে। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি এবং মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের তিনটি সূত্রের সূত্র ধরে ফক্স নিউজ এই তথ্য জানিয়েছে। সোলিমান ২০২২ সালে ২৭ আগস্ট,লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ২০২৩ সালে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু সে তারপরও দেশত্যাগ করেনি।