জয়পুর: আবারও শিক্ষাক্ষেত্রের গৈরিকীকরণের অভিযোগ উঠল। রাজস্থানে ক্ষমতাসীন বিজেপি সরকার রাজ্যের সরকারি কলেজগুলির ফটক নতুন করে রং করতে নির্দেশ দিয়েছে। সরকারি কলেজের ফটক কমলা এবং সাদা রংয়ে রাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আর সেই নিয়েই নতুন করে বিতর্ক বাধল। (Rajasthan College Paint Row)
রাজস্থান শিক্ষা দফতরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে প্রথম দফায় রাজ্যের ২২টি সরকারি কলেজের ফটকে কমলা এবং সাদা রং করতে বলা হয়েছে। এর মধ্যে আগামী সাত দিনের মধ্যে ২০টি কলেজের ফটক রং করার কাজ সেরে ফেলতে হবে। 'কায়াকল্প যোজনার আওতায় এশিয়ান পেন্টসের অরেঞ্জ ব্রাউন ৭৯৭৪ এবং হোয়াইট গোল্ড ৮২৯২ ব্যবহার করার নির্দেশও দেওযা হয়েছে। (BJP vs Congress)
নির্দেশ মেনে অজমেরের সম্রাট পৃথ্বীরাজ চহ্বাণ গভর্নমেন্ট কলেজের ফটক ইতিমধ্যেই রং করা হয়ে গিয়েছে। রাজ্যের বক্তব্য, 'শিক্ষার পরিবেশ এবং কলেজের পরিস্থিতি এমন হতে হবে, যাতে কলেজে ঢোকামাত্র ইতিবাচক (পজিটিভ) ভাবনা আসে পড়ুয়াদের মনে'। কলেজগুলিকে তার উপযোগী করে তুলতেই এমন নির্দেশ বলে জানিয়েছে রাজস্থান সরকার। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ফটকের রং নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
রাজস্থানের কলেজ এডুকেশন কমিশনার ওম প্রকাশ বৈরওয়া যদিও এর নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধির তত্ত্ব উড়িয়ে দেন। তাঁর কথা, দাবি সরকার শুধুমাত্র সঙ্কেত দিয়েছিল। কলেজ গুলি চাইলে অন্য রং করতেই পারে। এতে কোনও রাজনীতি নেই। কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস এর নেপথ্যে অন্য উদ্দেশ্য দেখছে। রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিংহ দোস্তারর দাবি, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সঙ্কীর্ণ রাজনীতি করছেন। সরকারের তরফে যেখানে রং বেঁধে দেওয়া হয়েছে, বেছে নেওয়ার উপায় নেই বলে দাবি তাঁর।
শিক্ষা প্রতিষ্ঠানের গৈরিকীকরণ, স্কুল-কলেজের রং পাল্টানো নিয়ে বিতর্ক যদিও এই প্রথম নয়। ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার সভাপতি বিনোদ জাকরের দাবি, হাজার হাজার লেকচারারের পদ খালি। কলেজে পর্যাপ্ত সংখ্যক ঘর নেই। বেঞ্চ নেই যথেষ্ট সংখ্যক। সরকার সাধারণ মানুষের করের টাকা অযথা খরচ করছে বলে অভিযোগ করছেন তিনি।