নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশনে আদানি ইস্যুতে আলোচনা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের। বিজেপি এবং NDA সাংসদদের প্রতি নরম হওয়ার অভিযোগও রয়েছে। সেই নিয়ে এবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের সদস্যরা।  রাজ্যসভায় ধনকড়ের আচরণ পক্ষপাতদুষ্ট, তাঁর উপর বিরোধী সাংসদদের আস্থা নেই বলে জানিয়ে ওই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে। (Jagdeep Dhankhar)


ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই রয়েছে কংগ্রেসের ৫০ জনের বেশি সাংসদের, তৃণমূল সাংসদরাও সই করেছেন তাতে। আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, DMK, আরজেডি-র সাংসদরাও সই করেছেন অনাস্থা প্রস্তাবে। রাজ্যসভার সেক্রেট্যারিয়টে ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবটি জমা দেওয়া হয়েছে। (Rajy Sabha No Confidence Motion)


মঙ্গলবারও সংসদে হই-হট্টগোল শুরু হয়। আদানি ইস্যু থেকে জর্জ সোরোস, বিজেপি-র সঙ্গে বচসা বাধে বিরোধী শিবিরের সাংসদদের। এর পর সংসদের দুই কক্ষেরই অধিবেশন আজকের মতো মুলতুবি হয়ে যায়। সেই আবহেই ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ল। এমনিতে একাধিক বিষয়ে মতানৈক্য থাকলেও, এক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে একমত পোষণ করে অনাস্থা প্রস্তাবে সই করেছেন তৃণমূল, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টির সাংসদরা। 


রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ার অর্থ, তাঁকে পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু করা। এক্ষেত্রে অধিবেশনে উপস্থিত ৫০ শতাংশ সাংসদের স্বাক্ষর প্রয়োজন। পাশাপাশি, ঘটনার সময় উপস্থিত আরও একজনের স্বাক্ষরের প্রয়োজন হয়। রাজ্যসভায় প্রস্তাবটি পাস হলে, লোকসভায় তোলা হবে। সেখানেও যদি প্রস্তাব পাস হয়, সেক্ষেত্রে রাজ্যসভার চেয়ারম্যানের পদ যাবে। সংবিধানের ৬৭ (বি), ৯২ এূবং অনুচ্ছে ১০০-তে এমনই বলা রয়েছে।


শীতকালীন অধিবেশনের শুরু থেকে আদানি ইস্যুতে আলোচনা চেয়ে আসছেন বিরোধীরা। সম্ভলের সাম্প্রদায়িক হিংসা, মসজিদ সমীক্ষা, কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও আলোচনা চাইছিলেন. কিন্তু সেই নিয়ে অনুমতি মেলেনি এখনও পর্যন্ত। সেই আবহেই এদিন রাজ্যসভায় সনিয়া গাঁধীর সঙ্গে ব্যবসায়ী জর্জ সোরোসের সংযোগ ছিল বলে অভিযোগ করেন জেপি নাড্ডা-সহ বিজেপি সাংসদরা। সেই নিয়ে দুই পক্ষের মধ্যে গোলমাল শুরু হয়। নাড্ডা অভিযোগ করেন, দেশের জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে এখানে। সেই নিয়ে জবাব দিতে ওঠেন কংগ্রেসের মল্লিকার্জাুন খড়গে। কিন্তু নাড্ডাকে পূর্ণ সময় বলতে দিলেও, খড়গেকে ন্যূনতম সময়ও দেওয়া হয়নি বলে অভিযোগ। এর পরই এদিন ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়। নড্ডা যয়ে অভিযোগ করেছেন, আগেও সেই নিয়ে অভিযোগ তোলেন বিজেপিৃর নেতানেত্রীরা। যদিও সেই অভিযোগ খারিজ করে দেয় আমেরিকা।