নয়াদিল্লি: মোদি পদবী নিয়ে করা একটি মন্তব্য নিয়ে মামলার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন রাহুল গাঁধী। তার জেরে সাংসদ পদ খুইয়েছেন রাহুল। গোড়া থেকেই কংগ্রেসের অভিযোগ ছিল এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা। এবার এই বিষয়টি নিয়েই আন্দোলনে নামবে কংগ্রেস। তবে বিক্ষোভ-অবরোধ নয়, কংগ্রেস বেছে নিল গাঁধীর পথ- সত্যাগ্রহ। রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজ হওয়ার ঘটনায় সব রাজ্যেই সত্যাগ্রহ আন্দোলনে নামল কংগ্রেস। সব প্রদেশ কংগ্রেসের তরফে আজ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে সত্যাগ্রহ। প্রতিটি রাজ্যের রাজধানীতে এই সত্যাগ্রহের আয়োজন করা হচ্ছে। গত রবিবারই কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেণুগোপাল এই ঘোষণা করেছিলেন। 


যে মামলায় রাহুল গাঁধী দোষী সাব্যস্ত হয়েছেন সেটি ২০১৯ সালের একটি ঘটনা। ওই বছর কোলারে একটি নির্বাচনী সমাবেশে রাহুল গাঁধী একটি মন্তব্য করেন, সমস্ত চোরেদেরই কি মোদি পদবী রয়েছে? এমনই একটি মন্তব্যের জন্য রাহুল গাঁধীর বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেই মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গাঁধী। তারপরে এই বছরেই মার্চ মাসে রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজ হয়। ট্রায়াল কোর্টে রায়ের বিরোধিতা করে উচ্চ আদালতে গেলেও সেখানে স্বস্তি পাননি রাহুল গাঁধী। গুজরাত হাইকোর্টেও সেই রায় বহাল থাকায় এবার দেশের শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। পাশাপাশি বিষয়টিকে রাজনৈতিক ভাবেও মোকাবিলার চেষ্টা করছে কংগ্রেস। তারই একটি অংশ সত্যাগ্রহ আয়োজন। কেসি ভেণুগোপাল দাবি করেছিলেন, 'রাহুল গাঁধী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সরব প্রতিপক্ষ। ভারত জোড়ো যাত্রা সফল হওয়ার পরে রাহুল গাঁধী লোকসভায় একটি ঐতিহাসিক ভাষণও দিয়েছিলেনন, প্রধানমন্ত্রী মোদি এবং আদানির মধ্যে যোগাযোগের কথা সামনে এনেছেন। এর ফলেই বিজেপি তাঁর সাংসদ পদ খারিজ করার জন্য সবরকম কৌশল অবলম্বন করেছে।'


বাজেট অধিবেশন সরগরম ছিল নানা বিষয় নিয়ে। বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে প্রবল বাগবিতণ্ডা হয়েছে রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজের বিষয়টি নিয়ে। গুজরাট হাইকোর্টে ধাক্কা খান রাহুল, নিম্ন আদালতের রায় বহাল থাকে। ওই মামলায় দোষী সাব্যস্ত হয়ে থাকায় রাহুল গাঁধী বর্ষা অধিবেশনে যোগ দিতে পারবেন না। যা কংগ্রেসের জন্য যথেষ্ট ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই আবহেই এই ইস্যুটিকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে চাইছে কংগ্রেস। তার জন্যই এবার সত্যাগ্রহের পথে হাঁটছে তারা। 


সংসদ থেকে দূরে থেকেও মাঠে-ময়দানে দেখা যাচ্ছে রাহুল গাঁধীকে। ভারত জোড়া যাত্রার পর ফের তাঁকে দেখা গিয়েছে হরিয়ানায়। সম্প্রতি হরিয়ানায় গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। মাঠে নেমে ধান রুইতে, ট্রাক্টর চালাতেও দেখা যায়।