নয়া দিল্লি : সিদ্দারামাইয়া-ই কি তাহলে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ? গতিপ্রকৃতি অন্তত সেদিকেই নির্দেশ করছে। কারণ, রাহুল গান্ধীর সঙ্গে বর্ষীয়ান এই কংগ্রেস নেতার সাক্ষাতের কিছু পরেই তাঁর বাড়ির সামনে উল্লাসে মেতে ওঠেন অনুগামীরা। তাঁদের বাজি ফাটাতে ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়। যদিও, আজ চতুর্থ দিনেও এই পদে এখনও পর্যন্ত কোনও নামে সিলমোহর দিয়ে উঠতে পারেনি কংগ্রেস। 


একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, কংগ্রেস সিদ্দারামাইয়ার নাম ঘোষণা করতে পারে। কারণ, তাঁর পক্ষে অধিকাংশ বিধায়কের সমর্থন আছে । এই পরিস্থিতিতে শিবকুমারকে নিয়ে দল কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


সূত্রের খবর, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে শিবকুমার নাকি ইঙ্গিত দিয়ে রেখেছেন, সিদ্দারামাইয়ার সঙ্গে কুর্সি লড়াইয়ের দাবি থেকে তিনি সরছেন না। তবে, তাঁকে 'বঞ্চিত' করা হলে কোনও বিদ্রোহের পথে হাঁটবেন না বলে আগেই আশ্বাস দিয়ে রেখেছেন কংগ্রেসের কর্ণাটক-জয়ের অন্যতম এই কাণ্ডারি।


তিনি বলেছেন, "দল চাইলে আমাকে দায়িত্ব দিতে পারে। আমাদের ঐক্যবদ্ধ পরিবার। কোনও বিভাজন চাই না। ওঁরা আমাকে পছন্দ করুক বা না করুক, আমি একজন দায়িত্বশীল মানুষ। পেছন থেকে ছুরি মারব না। ব্ল্যাকমেলও করব না।"


এই টানাপোড়েনের মধ্যেই সিদ্দারামাইয়া ও শিবকুমারের মধ্যে তুল্যমূল্য বিচারও চলছে সমানে। তথ্য বলছে, সিদ্দারামাইয়ার জনভিত্তি বেশি। জনপ্রিয়তা রয়েছে রাজ্যের একটা বড় অংশের মানুষের কাছে। ২০১৮ সালে মুখ্যমন্ত্রী পদে পূর্ণ সময়ের মেয়াদ শেষ করেন তিনি। তবে, পিছিয়ে নেই শিবকুমারও । কারণ, তাঁর সাংগঠনিক ক্ষমতা প্রচুর। কংগ্রেসের কঠিন সময়ে তিনি কার্যত 'পরিত্রাতার' বেশে অবতীর্ণ হয়েছেন।


ওয়াকিবহাল মহল বলছে, বিষয়টি অনুধাবন করতে ভুল করেননি বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তাই কর্ণাটকে ফল বেরনোর পর সোমবার থেকেই তিনি কার্যত দিল্লিতে হন্যে দিয়ে পড়ে রয়েছেন। সেখানে তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন। 


এরই মধ্যে আবার চাপ বাড়াচ্ছে কর্ণাটকে রাজনৈতিকভাবে অন্যতম গুরুত্বপূর্ণ সম্প্রদায় লিঙ্গায়েতরা। তাদের তরফে মুখ্যমন্ত্রী পদের দাবি তোলা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে এক চিঠিতে, লিঙ্গায়েতদের সংগঠন অল ইন্ডিয়া বীরশৈব মহাসভার-র তরফে উল্লেখ করা হয়েছে, এবার বিধানসভা নির্বাচনে কংগ্রেস তাদের সম্প্রদায় থেকে ৪৬ জনকে দাঁড় করিয়েছিল। তার মধ্যে ৩৪ জনই জয়ী হয়েছেন।