শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: জমি (Land) নিয়ে  দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে উত্তপ্ত কোচবিহারের (Coochbehar) মাথাভাঙা (Mathavanga)। বোমাবাজি, পথ অবরোধ। লাঠিচার্জ করে অবরোধ তুলল পুলিশ। জমি সংক্রান্ত সমস্যা নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে দুই পরিবার। 


পথ অবরোধ তুলতে লাঠিচার্জ পুলিশের (Coochbehar Police)। লাঠির ঘা পড়ছে মোটর বাইকে। এর আগে রাস্তা থেকে উদ্ধার হয় তাজা বোমা। জমি নিয়ে দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। আর তাতেই বুধবার সকাল থেকে উত্তপ্ত কোচবিহারের (Coochbehar) মাথাভাঙার (Mathavanga) বাইশগুড়ি।


স্থানীয় সূত্রে খবর, এক্রামুল হক ও রবিয়ার হোসেন নামে দুই ব্যক্তির পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। মঙ্গলবার (Tuesday) দুপুর থেকে এনিয়ে ফের অশান্তি শুরু হয়। এক্রামুলের দাবি, জমি দখল করতে দলবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হন রবিয়ার। 


কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলেও, গভীর রাতে ফের শুরু হয় গন্ডগোল। রবিবার পাল্টা দাবি করেন, গভীর রাতে তাঁর বাড়ির সামনে বোমাবাজি করেন এক্রামুল। এদিন সকালে উদ্ধার হয় বোমা। এরপরই দলবল নিয়ে পঞ্চানন মোড়ে ১৬ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে রবিয়ার।


মাথাভাঙা বাইশগুড়ির বাসিন্দা রবিয়ার হোসেনের কথায়, 'জমি নিয়ে বিবাদ হতে পারে কিন্তু বোমা মারবে কেন? আমরা আতঙ্কে আছি, পুলিশ অভিযোগের রিসিভ কপি দেয়নি, তাই অবরোধ করেছি। আত্মীয় মেহবুব আলম বলছেন, রাতে নিজের চোখে দেখেছি এক্রামুল বোমা মেরেছে।' দীর্ঘক্ষণ ধরে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। লাঠিচার্জ করে তুলে দেওয়া হয় অবরোধ। 


মোটর বাইক ভাঙচুরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। মাথাভাঙা থানার পুলিশ জানিয়েছে, অবরোধ করায় কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কোনও মোটর বাইক ভাঙচুর করা হয়নি। জমি নিয়ে বিবাদে আরেক অভিযুক্ত এক্রামুল হকের দাবি, জমি তাঁরই। এই সংক্রান্ত সমস্ত নথি তাঁর কাছে রয়েছে। বিষয়টি থানাতেও জানিয়েছেন।


আরও পড়ুন: East Midnapur Body Recover: রিকশ চালকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, কেন খুন? তদন্তে পুলিশ