Coromandel Express Accident Live: বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার পর ২৬ঘণ্টা পার, এখনও চলছে উদ্ধারকাজ

শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। বেঙ্গালুরু-হাওড়া ও করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষ, মৃত বহু ।

ABP Ananda Last Updated: 03 Jun 2023 11:40 PM
Coromandel Express Accident LIVE Update: জ্ঞানেশ্বরীর ভয়াবহতাকেও হার মানাল করমণ্ডলের বীভৎসতা

জ্ঞানেশ্বরীর ভয়াবহতাকেও হার মানাল করমণ্ডলের বীভৎসতা! যেদিকে দু-চোখ যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে শুধুই মৃতদেহের সারি...দেহাংশ! এত মৃত্যুর দায় কার? উঠছে প্রশ্ন। 

Coromandel Express LIVE Updates:মতবিরোধ দেখা গেল অশ্বিনী বৈষ্ণব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা কত? এই নিয়েই ঘটনাস্থলে মতবিরোধ দেখা গেল অশ্বিনী বৈষ্ণব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়েই কার্যত রেলের ভূমিকার মৃদু সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

Coromandel Express Accident LIVE Update: বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার পর ২৬ঘণ্টা পার, এখনও চলছে উদ্ধারকাজ

বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার পর ২৬ঘণ্টা পার। এখনও চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের মধ্যে আর কোনও প্রাণের সন্ধান মেলে কি না, চলছে তার খোঁজ। গ্রাউন্ড জিরো থেকে ননস্টপ কভারেজ এবিপি আনন্দর। 

Coromandel Express LIVE Updates: ওড়িশার বিমানে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নয়!

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে নজর রাখা হয়েছে যাতে ওড়িশার কোনও বিমানবন্দর থেকে বিমান ধরার ক্ষেত্রে যাত্রীদের বেশি ভাড়া না দিতে হয়। যাত্রীদের থেকে যাতে কোনওরকম বেশি বিমান ভাড়া না নেওয়া হয়, তাও সাফ জানিয়ে দেওয়া হয়। 

Coromandel Express Accident LIVE Update: গত একদশকে একসঙ্গে এত মৃত্যু দেখেনি কেউ!

গত একদশকে একসঙ্গে এত মৃত্যু দেখেনি কেউ। পড়শি রাজ্যে দুর্ঘটনা হলেও, পশ্চিমবঙ্গের বাসিন্দার মৃতের সংখ্যাটা বহু। শনিবার সন্ধে পর্যন্ত রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৩১ জনের মৃত্যু হয়েছে।

Coromandel Express LIVE Updates: এখনও পর্যন্ত ৫৮টি ট্রেন বাতিল

এখনও পর্যন্ত ৫৮টি ট্রেন বাতিল করা হয়েছে। ৮১টি ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে গন্তব্যে পাঠানো হয়েছে। পাশাপাশি ট্রেনের লাইন সারানোর কাজ চলছে। এমনটাই জানিয়েছেন রেলের আধিকারিক।

Coromandel Express Accident LIVE Update: কলকাতার বিভিন্ন হাসপাতালে রেল দুর্ঘটনায় আহতদের দেখতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতার বিভিন্ন হাসপাতালে রেল দুর্ঘটনায় আহতদের দেখতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ২ জন আহতকে রাজভবনের তরফে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানালেন তিনি। মেডিক্যাল কলেজে ভর্তি থাকা বসিরহাটের বাসিন্দা ফতিমা বিবি ও এনআরএসে ভর্তি থাকা এক আহতকে ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করলেন রাজ্যপাল। এদিন, অ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকা হরিদেবপুরের বাসিন্দা পূর্ণিমা রাউতের সঙ্গেও দেখা করেন তিনি। ওড়িশা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সমস্ত ধরণের খোঁজখবর রাখছে প্রশাসন। 

Coromandel Express LIVE Updates: 'কবচ'-খামতিতেই মৃত্যুপুরী?

বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় এরকমই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কিন্তু, এরকম দুর্ঘটনা, এত মৃত্যু এড়াতেই তো মোদি সরকার ঘটা করে 'কবচ' প্রকল্প চালু করেছে! তাহলে বাস্তবে তার প্রভাব কোথায়? প্রযুক্তি থাকলে, দুর্ঘটনা, মৃত্যু  কোনওটাই আটকানো গেল না কেন?

Coromandel Express Accident LIVE Update: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৩১জনের মৃত্যু হয়েছে

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কান্নার রোল বাংলায়। রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৩১জনের মৃত্যু হয়েছে। আহত ৫৪৪ জন।

Coromandel Express LIVE Updates: দায় নেবেন রেলমন্ত্রী?

২ রেল দুর্ঘটনার পর দায় নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন লালবাহাদুর শাস্ত্রী ও নীতিশ কুমার। কিন্তু, সেই পথে কি হাঁটবেন অশ্বিনী বৈষ্ণব? বালেশ্বরের দুর্ঘটনার পর রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করছে তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দল। 

Coromandel Express Accident LIVE Update: পয়েন্ট বিভ্রাটে বালেশ্বরে এত বড় দুর্ঘটনা? কুণাল ঘোষের ট্যুইটে নতুন মোড়

পয়েন্ট বিভ্রাটে বালেশ্বরে এত বড় দুর্ঘটনা? কুণাল ঘোষের ট্যুইটে নতুন মোড়। অডিও সিগন্যাল ছিল মেনলাইনের, আর পয়েন্ট ছিল লুপলাইনে। রেলের দুই কর্তার কথোপকথন বলে দাবি করে বিস্ফোরক অডিও ক্লিপ ট্যুইট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অডিওর সত্যতা যাচাই হয়নি বলেও, বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে লিখেছেন তিনি। বড়সড় গোলমাল আছে বলেও ট্যুইট করেছেন কুণাল ঘোষ।

Coromandel Express LIVE Updates: গ্যাসকাটার দিয়ে ট্রেনের বগি কেটে চলছে উদ্ধারকাজ

মৃত ও আহতর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে সেনা, এনডিআরএফ। গ্যাসকাটার দিয়ে ট্রেনের বগি কেটে চলছে উদ্ধারকাজ

Coromandel Express Accident LIVE Update: বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

'দোষী কাউকে রেয়াত করা হবে না', বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

Coronamandel Train Accident Narendra Modi: 'এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব আমরা'

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর। 'দোষী কাউকে রেয়াত করা হবে না। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব আমরা', বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করার পর জানালেন নরেন্দ্র মোদি

Coromandel Express Accident LIVE Update: 'এই দুঃখ প্রকাশের ভাষা নেই আমার কাছে', বালেশ্বরে দুর্ঘটনাস্থল খতিয়ে দেখে মন্তব্য মোদির

 'এই দুঃখ প্রকাশের ভাষা নেই আমার কাছে', বালেশ্বরে দুর্ঘটনাস্থল খতিয়ে দেখে মন্তব্য মোদির

Coromandel Express LIVE Updates: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনও পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু, আহত অন্তত ৬৫০। গাইসলের ট্রেন দুর্ঘটনাকে ছাপিয়ে গেল করমণ্ডল

Coromandel Express Accident LIVE Update: 'অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন, শ্বেতপত্র প্রকাশ করুক সরকার', অভিষেকের নিশানায় রেল

'ভোটের রাজনীতি করতে তড়িঘড়ি সব উদ্বোধন কেন? রাজনীতি করতে গিয়ে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনাদের দম্ভ-ঔদ্ধত্যের জন্য মানুষের প্রাণ যাচ্ছে। লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছেন। অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন, শ্বেতপত্র প্রকাশ করুক সরকার। বিজেপি নেতাদের বড় বড় গদি-এসি লাগে, আমাদের তো এত সখ-আহ্লাদ নেই। এই টাকা যদি মানুষের সুরক্ষায় কাজে লাগানো হত, তাহলে আজ এই দিন দেখতে হত না', করমণ্ডল বিপর্যয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ অভিষেকের

Coromandel Express LIVE Updates: 'রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত', দাবি অভিষেকের

'রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত। অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন? মিথ্যাচারের ওপর দাঁড়িয়ে কেন্দ্রের সরকার। রেলের ওপর ভরসা রেখে মানুষ ট্রেনে ওঠেন। এই মৃত্যুমিছিলের দায় এড়াতে পারে না রেল ও সরকার', মন্তব্য অভিষেকের

Coromandel Express Accident LIVE Update: এত মৃত্যুর দায় এড়াতে পারেন না প্রধানমন্ত্রী, মন্তব্য অভিষেকের

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল, অভিষেকের নিশানায় রেল। 'এত মানুষের মৃত্যুর দায় এড়াতে পারে না কেন্দ্রের সরকার', রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন অভিষেকের

Coromandel Express LIVE Updates: বাঁশের কঞ্চির মতো বেঁকে গিয়েছে রেল লাইন

মালগাড়ির মাথায় আরেক ট্রেনের ইঞ্জিন। বাঁশের কঞ্চির মতো বেঁকে গিয়েছে রেল লাইন। দুর্ঘটনার অভিঘাত যে কতটা মারাত্মক ছিল, এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। 

Coronamandel Train Accident Narendra Modi: ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল। ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Coromandel Express accident : এখনও পর্যন্ত ২৬১ জনের মৃত্যু, আহত অন্তত ৬৫০

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্য়া। এখনও পর্যন্ত ২৬১ জনের মৃত্যু, আহত অন্তত ৬৫০। ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ ঘিরে ধোঁয়াশা জারি। 

Coromandel express News : গ্যাসকাটার দিয়ে ট্রেনের বগি কেটে চলছে উদ্ধারকাজ

গ্যাসকাটার দিয়ে ট্রেনের বগি কেটে চলছে উদ্ধারকাজ। সকালেই ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঘটনাস্থলে পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রেলমন্ত্রীর সামনেই রেলের সমন্বয় নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। 
দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Coromandel express News Update : ৩ ট্রেনের বেনজির সংঘর্ষের কারণ ঘিরে ধোঁয়াশা

করমণ্ডল, হামসফর এক্সপ্রেস ও মালগাড়ি। ৩ ট্রেনের বেনজির সংঘর্ষের কারণ ঘিরে ধোঁয়াশা। খতিয়ে দেখবে রেল, বালেশ্বরে বললেন রেলমন্ত্রী।

Coromandel Express Live : কবচের সুবিধে এই রুটে উপলব্ধ ছিল না , জানালেন রেলওয়ের মুখপাত্র অমিতাভ শর্মা

'উদ্ধারকাজ শেষ হয়েছে, এখন আমরা পুনরুদ্ধারের কাজ শুরু করছি। দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ প্রতিরোধকাারী কবচের সুবিধে এই রুটে উপলব্ধ ছিল না ' , জানালেন রেলওয়ের মুখপাত্র অমিতাভ শর্মা। 

Coromandel express Live : অ্যান্টি কলিশন ডিভাইস বসানো থাকত এটা হত না : মমতা

'অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো হয়নি। যতদূর আমি জেনেছি। যদি অ্যান্টি কলিশন ডিভাইস বসানো থাকত এটা হত না।  এতগুলো প্রাণ চলে গেছে। তাঁদের ফেরানো তো যাবে না।' বালেশ্বরে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী। 

Coromandel express : মেয়েকে আঁকড়ে কীভাবে ফিরলেন, পিকনিক গার্ডেনের মহিলা ?

১১ বছরের মেয়ের জন্মদিন পালন করে চেন্নাইয়ে স্বামীর কাছে ফিরছিলেন। বালেশ্বরে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন পিকনিক গার্ডেনের বাসিন্দা মা-মেয়ে। একবার নয়, দু’-দু’বার ধাক্কা। 
পাশের কামরার শৌচাগার ভেঙে ঢুকে যায় তাঁদের কামরায়। মেয়েকে আঁকড়ে কীভাবে ফিরেছেন, তা ভাবলেই শিউরে উঠছেন এই মহিলা। 

Coromandel express News Live : উচ্চপর্যায়ের বৈঠকে মোদি

উচ্চপর্যায়ের বৈঠকে মোদি





Coromandel express accident live: উচ্চপর্যায়ের বৈঠক করলেন নরেন্দ্র মোদি

করমণ্ডল দুর্ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন নরেন্দ্র মোদি। 

Coromandel express accident live: কলকাতা থেকে পাঠানো হচ্ছে চিকিৎসার সরঞ্জাম

ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত ও আহতর সংখ্যা। কলকাতা থেকে পাঠানো হচ্ছে চিকিৎসার সরঞ্জাম। সকালে হাওড়া স্টেশনের ২১ নম্বর প্লাটফর্ম থেকে রওনা হয় বিশেষ ট্রেন। এই ট্রেনেই চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে দুর্ঘটনাস্থলে। 

Coromandel express accident live: আজ বালেশ্বর যাচ্ছেন নরেন্দ্র মোদি

আজ বালেশ্বর যাচ্ছেন নরেন্দ্র মোদি। 

Coromandel express accident : বালেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বালেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 

Coromandel express accident: আগে রেলমন্ত্রী এই ধরনের ট্রেন দুর্ঘটনায় পদত্যাগ করতেন, কটাক্ষ এনসিপি নেতা অজিত পাওয়ারের

 অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, রেল বিভাগের উচিত এটি তদন্ত করা, এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। রেলের উচিত যাত্রীদের জীবনের প্রতি গুরুত্ব দেওয়া। আগে রেলমন্ত্রী এই ধরনের ট্রেন দুর্ঘটনায় পদত্যাগ করতেন, কিন্তু এখন কেউ কথা বলতে প্রস্তুত নয়, কটাক্ষ এনসিপি নেতা অজিত পাওয়ারের। 

Coromandel express accident : বালাসোর হাসপাতালে নবীন পট্টনায়ক

বালাসোর হাসপাতালে নবীন পট্টনায়ক । কথা বললেন আহতদের সঙ্গে। যাঁরাা নিকটজনের এখনও খোঁজ পাননি, তাঁদের পাশেও দাঁড়ান পট্টনায়ক। 

Coromandel express accident live: মৃতের সংখ্যা বেড়ে ২৩৮

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৩৮ জন নিহত হয়েছে। প্রায় ৬৫০  জন আহত যাত্রীকে গোপালপুর, খাঁতাপাড়া, বালাসোর, ভদ্রক এবং সোরো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব রেলওয়ে সূত্রের খবর। 

Coromandel express accident live: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের

ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের। মালতিপুরের বাসিন্দা মাশরেকুল।বছর ২৩-এর তরুণ এলাকার আরও ৩ জনের সঙ্গে চেন্নাই যাচ্ছিলেন কাজের খোঁজে।

Coromandel express accident : ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পৌঁছেছেন বালাসোরে ট্রেন দুর্ঘটনাস্থলে

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পৌঁছেছেন বালাসোরে ট্রেন দুর্ঘটনাস্থলে।  মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। তাঁরা উপস্থিত আধিকারিকদের সঙ্গে কথা বলেন। 

Coromandel express accident live: এক নজরে হেল্পলাইন নম্বর

দুর্ঘটনার পরই একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। 
হাওড়ার হেল্পলাইন নম্বর - 033-26382217
খড়গপুরের হেল্পলাইন নম্বর - 8972073925, 9332392339
বালেশ্বরের হেল্পলাইন নম্বর -  8249591559, 7978418322
শালিমারের হেল্পলাইন নম্বর - 9903370746
চেন্নাইয়ের হেল্পলাইন নম্বর - 044-25330952/044-25330953/044-25354771

Coromandel express accident : কামরার ভিতরের অংশ কার্যত ধ্বংসস্তূপ

সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় কামরাগুলি। ভেঙে বেরিয়ে আসে লোহার সিঁড়ি। 
কামরার ভিতরের অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। 

Coromandel express accident : করুণানিধির জন্মশতবার্ষিকীর সব অনুষ্ঠান আজ বাতিল

ডিএমকে ঘোষণা করেছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি  জন্মশতবার্ষিকীর জন্য আজ রাজ্যে নির্ধারিত সমস্ত অনুষ্ঠান বাতিল করা হল।  বালাসোরে ট্রেন দুর্ঘটনায় নিহতদেরর শোক জানাতে এই অনুষ্ঠানগুলি বাতিল করা হয়েছে। 

Coromandel express accident Live : তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা বললেন রেলমন্ত্রী

শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ' এটা একটা  ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা। রেল, এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকার একযোগে উদ্ধার অভিযান চালাচ্ছে। সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। শুক্রবারই ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে'

Coromandel express accident: ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

শনিবার সকালেই রেলমন্ত্রী ওড়িশার বালেশ্বরের রেল দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। রেল বোর্ডের চেয়ারম্যান অনিলকুমার লাহোটি আগেই সেখানে পৌছন।

Coromandel express accident ছ গত কয়েক দশকে ভয়াবহ সব ট্রেন দুর্ঘটনার স্মৃতি ফেরাল এই দুর্ঘটনা

গাইসাল থেকে জ্ঞানেশ্বরী কিংবা বনাঞ্চল এক্সপ্রেসে, উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কা। গত কয়েক দশকে ভয়াবহ সব ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছি আমরা। শুক্রবার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় ফির সেই স্মৃতি।

Coromandel express accident live: শেষ পাওয়া খবর অনুসারে মৃতের সংখ্যা ২৩৩, দেখুন ভিডিও

শেষ পাওয়া খবর অনুসারে মৃতের সংখ্যা ২৩৩।


প্রেক্ষাপট

গাইসাল থেকে জ্ঞানেশ্বরী কিংবা বনাঞ্চল এক্সপ্রেসে, উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কা। গত কয়েক দশকে ভয়াবহ সব ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে মানুষ। শুক্রবার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় ফির সেই স্মৃতি।


বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই শতাধিক যাত্রী। রাত থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ। আহত ৯০০ জনেরও বেশি যাত্রীকে ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। উদ্ধারকাজের জন্য় ঘটনাস্থলে পাঠানো হয়েছে অ্য়াম্বুল্য়ান্স ও বাস।


বিশাল যাত্রীবাহী দূরপাল্লার ট্রেনটা তালগোল পাকিয়ে গেছে। ধাতব কামরাগুলো দেশলাই বাক্সের মতো। দুমড়ে মুচড়ে একটার ওপর আরেকটা উঠে গেছে। কামরার ভিতরে লোহার কাঠামো, সিট সব উপড়ে গেছে। দরজা, জানলা আর আস্ত নেই। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আহতরা। চাদরে মু়ড়ে নিয়ে যাওয়া হচ্ছে সার সার মৃতদেহ। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন ঘিরে চিৎকার চেঁচামেচি। আর তাকে ছাপিয়ে অ্য়াম্বুল্য়ান্সের সাইরেনের শব্দ। শুক্রবার রাতে বালেশ্বরের কাছে বাহানগা এলাকা যেন পরিণত হল কার্যত মৃত্য়ুপুরীতে!


বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের লাইনচ্য়ুত দুটি কামরায় ধাক্কা মেরে উল্টে যায় যাত্রীবোঝাই শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের ১৫টা কামরা। কয়েকটি কামরা ছিটকে গিয়ে পড়ে পাশের মালগাড়ির ওপর। দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারান।
যাঁরা প্রাণে বেঁচেছেন, তাঁদের সেটা বিশ্বাস করতেও বেশ কিছুক্ষণ লেগেছে। কোনওমতে বেরিয়ে এসে, ট্রেনের অবস্থা দেখে তাঁরা শিউরে উঠেছেন।


আহত যাত্রীদের উদ্ধারের জন্য় রাজ্য় সরকার ২৫টি অ্য়াম্বুল্য়ান্স পাঠিয়েছে। এছাড়া কয়েকটি বাসও পাঠানো হয়েছে উদ্ধারকাজের জন্য়। 


রাজ্য সরকারের পক্ষ থেকে রাতেই বালেশ্বরে দুর্ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও তৃণমূল সাংসদ দোলা সেন। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.