Coromandel Express Accident Live: বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার পর ২৬ঘণ্টা পার, এখনও চলছে উদ্ধারকাজ

শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস।বেঙ্গালুরু-হাওড়া ও করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষ, মৃত বহু ।

ABP Ananda Last Updated: 03 Jun 2023 11:40 PM

প্রেক্ষাপট

গাইসাল থেকে জ্ঞানেশ্বরী কিংবা বনাঞ্চল এক্সপ্রেসে, উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কা। গত কয়েক দশকে ভয়াবহ সব ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে মানুষ। শুক্রবার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় ফির সেই স্মৃতি।বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ...More

Coromandel Express Accident LIVE Update: জ্ঞানেশ্বরীর ভয়াবহতাকেও হার মানাল করমণ্ডলের বীভৎসতা

জ্ঞানেশ্বরীর ভয়াবহতাকেও হার মানাল করমণ্ডলের বীভৎসতা! যেদিকে দু-চোখ যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে শুধুই মৃতদেহের সারি...দেহাংশ! এত মৃত্যুর দায় কার? উঠছে প্রশ্ন।