উত্তর ২৪ পরগনা:  বাড়ছে সংক্রমণ, বারাসাত পুর এলাকা সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিল প্রশাসন। বৃহস্পতিবার থেকে আগামী ৭ দিন সম্পূর্ণ লকডাউন কার্যকর।

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর নিরিখে রাজ্যে কলকাতার পরই রয়েছে উত্তর ২৪ পরগনার স্থান। ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে বারাসাত পুরসভা সবকটি অর্থাৎ‍ ৩৫টি ওয়ার্ডেই লকডাউন জারি করতে চলেছে।

পুরসভা সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার থেকে একসপ্তাহ লকডাউন কার্যকর করা হবে। লকডাউন চলাকালীন অটো ও টোটো চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শুধুমাত্র সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। সোম-বুধ-শুক্র-রবি এই চারদিন খোলা থাকবে পাইকারি বাজার। তবে, ছাড় দেওয়া হয়েছে ওষুধ ও দুধের দোকানগুলিকে।

এছাড়াও যাঁদের বাড়িতে পর্যাপ্ত ঘর ও শৌচালয় নেই, তাঁদের আইসোলেশনে থাকার জন্য বানানো হবে সেফ হোম। মঙ্গলবার মহকুমাশাসকের উপস্থিতিতে, সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এনিয়ে বৈঠক করেন পুরসভার প্রশাসক। পুরসভার তরফে জানানো হয়েছে, একসপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বারাসাতে এখনও পর্যন্ত ৭৪ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ৯ জনের।  বারাসাতে কনটেনমেন্ট জোনের সংখ্যা ১১।

স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় মোট আক্রান্ত প্রায় ৬ হাজার।  মৃত ১৭২। তবে আশার কথা জেলায় মোট সংক্রমণ মুক্ত হয়েছেন ৩ হাজার ১৩০ জন।