নয়াদিল্লি: শুধু বিশ্ব অর্থনীতি, পর্যটন আর শেয়ার বাজারে ধস নয়, সম্পূর্ণ ভিন্ন এক বাজারেও থাবা দিয়েছে ঘাতক করোনা ভাইরাস। মেক্সিকোর বিখ্যাত করোনা বিয়ারের বাজার সম্পূর্ণ ধসে গেছে এই ভাইরাসের আক্রমণে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে অসংখ্য ভিডিও আর মিমে।
করোনা বিয়ার মার খেয়েছে ভাইরাসের সঙ্গে তার নামের সামঞ্জস্যে। অনলাইনে সার্চ মারলেই বেরিয়ে আসছে করোনা বিয়ার ভাইরাস আর বিয়ার করোনাভাইরাস। একটি ওয়েবসাইট জানাচ্ছে, গত ১০ বছরে করোনা বিয়ারের এত খারাপ সময় আর আসেনি। শুধু গত ২ মাসে এই কোম্পানির লোকসান হয়েছে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। লোকসান এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে কোম্পানির চিফ এক্সিকিউটিভের বোনাস কাটতে হয়েছে, আশঙ্কা করা হচ্ছে, ত্রৈমাসিক লাভের খাতায় এবার যাচ্ছেতাই পতন দেখা যাবে। আধিকারিকরা মনে করছেন, করোনা নামের জেরেই লোকে তাঁদের বিয়ারের ধারে কাছে ঘেঁষতে ভয় পাচ্ছে, ফলে লোকসান বাড়ছে চড়চড়িয়ে।
করোনা নামটি আসলে এসেছে লাতিন শব্দ ক্রাউন থেকে। আবার বিজ্ঞানীরা যখন ওই ভাইরাস মাইক্রোস্কোপে দেখেন, তখন তা দেখতে তাঁদের মুকুটের মত লাগে, তাই নাম হয় করোনাভাইরাস। এতদিন এই ভাইরাসের কথা দুনিয়ার মানুষের তেমন জানা ছিল না কিন্তু তা মহামারীর চেহারা নিতেই লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছে করোনার নাম, আর তার বলি হয়েছে নেহাত নিরীহ ওই বিয়ার কোম্পানি। শুধু এই সপ্তাহেই তাদের বিক্রি কমেছে ৮ শতাংশ।
করোনাভাইরাসের সর্বশেষ শিকার কে জানেন? করোনা বিয়ার! ২ মাসে লোকসান হয়েছে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Feb 2020 09:02 AM (IST)
করোনা নামটি আসলে এসেছে লাতিন শব্দ ক্রাউন থেকে। আবার বিজ্ঞানীরা যখন ওই ভাইরাস মাইক্রোস্কোপে দেখেন, তখন তা দেখতে তাঁদের মুকুটের মত লাগে, তাই নাম হয় করোনাভাইরাস।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -