মুম্বই: আমির খানের বাড়িতে করোনাভাইরাস!

আমির নিজে টুইট করে জানিয়েছেন, তাঁর কয়েকজন কর্মীর করোনা ধরা পড়েছে। তাঁর ও বাড়ির অন্যান্য সদস্যদের করোনা পরীক্ষা হয়েছে, তাঁদের পরীক্ষার ফল নেগেটিভ। তবে তাঁর মায়ের পরীক্ষা এখনও বাকি।

আমির টুইট করে একটি বিবৃতি দিয়েছেন। তাতে বলেছেন, তাঁর কয়েকজন কর্মীর শরীরে করোনা ধরা পড়েছে, বৃহন্মুম্বই পুরসভার কর্মীরা তাঁদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছেন। তাঁদের গোটা সোসাইটি স্যানিটাইজ করা হয়েছে। তিনি সহ বাড়ির বাকিদের করোনা পরীক্ষা হয়েছে, তাঁরা সকলে নেগেটিভ। এবার তিনি তাঁর মা জিনাত হুসেনকে করোনা পরীক্ষা করানোর জন্য কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাচ্ছেন, তাঁরই শুধু পরীক্ষা বাকি আছে। তাঁর আবেদন, সকলে যেন প্রার্থনা করেন, তাঁর মায়ের রিপোর্টও যেন নেগেটিভ আসে।

কোকিলাবেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।