করোনা? আনন্দপুরের হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধের রিপোর্টে ধোঁয়াশা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2020 11:17 AM (IST)
ফের নমুনা চাওয়া হয়েছে বৃদ্ধ যেখানে ভর্তি, সেই বেসরকারি হাপাতালের কাছে।
কলকাতা: করোনা সন্দেহে আনন্দপুরের বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন জনৈক বৃদ্ধের নমুনার রিপোর্ট ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালে তাঁর রিপোর্ট পজিটিভ মেলে। নিশ্চিত হতে নমুনা পাঠানো হয় বেলেঘাটা নাইসেডে। নাইসেডেও নমুনা সন্দেহজনক মনে হয়। ফের নমুনা চাওয়া হয়েছে বৃদ্ধ যেখানে ভর্তি, সেই বেসরকারি হাপাতালের কাছে। সম্প্রতি আগরা থেকে কলকাতায় ছেলের কাছে আসেন ওই বৃদ্ধ। তারপর অসুস্থ বোধ করায় ভর্তি করা হয় হাসপাতালে।