রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৯ হাজারের গন্ডি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১০ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা।

স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১০ জন। শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৭৫৩। বৃহস্পতিবার সেই সংখ্যাটা ছিল ২ হাজার ৮০১। অর্থাৎ, রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা শুক্রবারের তুলনায় কিছুটা কমেছে।

স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সংখ্যাটা ছিল ৫০। বৃহস্পতিবার রাজ্যে ৪৯ জনের মৃত্যু হয়। কিছুটা কমলেও, রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬৬২ জন। ৬৪২ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়।

করোনায় দৈনিক মৃত্যুর নিরিখে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ১৬ জনের। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ১৩। স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ১৯ হাজার ২১৫। এখনও অবধি মৃত্যু হয়েছে ৯ হাজার ১০ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৩ জন। মোট সুস্থ ৪ লক্ষ ৮৭ হাজার ১৭১। সুস্থতার হার ৯৩.৮৩ শতাংশ।