কলকাতা: নজরে একুশের বিধানসভা ভোট। খুব শীঘ্রই বাংলায় আসছেন আসাদুদ্দিন ওয়েসি। মিম প্রধানের সঙ্গে বৈঠক শেষে জানালেন দলের মুখপাত্র আসীম ওয়াকার। মিমের বাংলার শীর্ষ নেতারা আজ হায়দরাবাদে গিয়ে ওয়েসির সঙ্গে বৈঠক করেন। মিম সূত্রে খবর, বাংলার জেলাগুলিতে সাংগঠনিক অবস্থা ও ভোটে লড়ার রণকৌশল নিয়ে আলোচনা হয়। যদিও ওয়েসির প্রস্তাবিত সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের সাংসদ সৌগত রায় বলেছেন, বিহারের বিধানসভা ভোটে সীমাঞ্চলের উর্দুভাষী এলাকায় ভালো ফল হয়েছিল হায়দরাদের দল মিমের। এ রাজ্য এর কোনও প্রভাব পড়বে না। তিনি অভিযোগ করছেন, মিমকে আসলে ব্যবহার করছে বিজেপি।
বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও ওয়েসির সফরকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন, মিম এখানে কোনও প্রভাব ফেলতে পারবে না। রাজ্যে লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের।
বিহারে কয়েকটি আসন দখলের পর এবার বাংলাকে টার্গেট করেছে আসাদউদ্দিন ওয়েসির দল মিম। পশ্চিমবঙ্গের লাগোয়া বিহারের আটটি বিধানসভা কেন্দ্র রয়েছে। কিষাণগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার জেলার এই আটটি আসন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর বা মালদহের লাগোয়া। বিহারে এই আটটি আসনেই লড়েছে মিম। কংগ্রেস মহাজোটের থেকে চারটি আসন ছিনিয়ে নিয়েছে তারা।
বাংলার মিম নেতাদের দাবি, এখানে তাঁরা মূলত চারটি জেলাকে টার্গেট করছেন। এই তালিকায় রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ ২৪ পরগনা।
এই চারটি জেলার মধ্যে উত্তর দিনাজপুর বিহার সীমানা ঘেঁষা। সংখ্যালঘু মানুষের সংখ্যা প্রায় ৫০ শতাংশ। ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী উত্তর দিনাজপুরের ৯টি বিধানসভার মধ্যে তৃণমূল ৫টিতে ও বিজেপিতে ৪টিতে এগিয়ে। অর্থাৎ মিম সংখ্যালঘু ভোটে ভাগ বসালে তৃণমূলের ক্ষতি হওয়ার জোরাল সম্ভাবনা।
মুর্শিদাবাদের জনসংখ্যার প্রায় ৬৬ শতাংশ মুসলিম। ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী উত্তর দিনাজপুরের ২২টি বিধানসভার মধ্যে তৃণমূল ১৬টিতে, কংগ্রেস ৫টিতে ও বিজেপি ১টিতে এগিয়ে।
আর মিম সংখ্যালঘু অধ্যুষিত এই জেলাতেও প্রার্থী দেওয়ার তোড়জোড় করছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদের জেলা পর্যবেক্ষক তারিক আজিজ। বলেছেন, বিধানসভা ভোটে মুর্শিদাবাদের ১৮টিতে লড়াই করতে চায় মিম।
সংখ্যালধু অধ্যুষিত আরও একটি জেলা মালদায় প্রায় ৫১ শতাংশ মুসলিম। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি এগিয়ে ৬টিতে, কংগ্রেস ৪টিতে ও তৃণমূল ২টিতে। মালদা জেলার সবকটি আসনে প্রার্থী দিতে দল তৈরি বলে জানিয়েছেন জেলা আহ্বায়ক মোতিউর রহমান।
সংখ্যালঘু অধ্যুষিত উত্তর ২৪ পরগনায় প্রায় ২৬ শতাংশ মুসলিমের বাস। জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল ২১টিতে ও বিজেপি ১২টিতে এগিয়ে।
দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ৩৬ শতাংশ মুসলিম সম্প্রদায়ের বাস। এই জেলায় তৃণমূলের একচ্ছত্র আধিপত্য।জেলার ৩১টি আসনের মধ্যে সবকটিতেই এগিয়ে তৃণমূল। আসন্ন বিধানসভা ভোটে এই দু’টি জেলাও মিমের নজরে।
Owaisi to Visit Bengal: নজরে বিধানসভা ভোট, শীঘ্রই বাংলায় আসছেন মিম প্রধান ওয়েসি, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল, বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2020 07:34 PM (IST)
নজরে একুশের বিধানসভা ভোট। খুব শীঘ্রই বাংলায় আসছেন আসাদুদ্দিন ওয়েসি। মিম প্রধানের সঙ্গে বৈঠক শেষে জানালেন দলের মুখপাত্র আসীম ওয়াকার। মিমের বাংলার শীর্ষ নেতারা আজ হায়দরাবাদে গিয়ে ওয়েসির সঙ্গে বৈঠক করেন। মিম সূত্রে খবর, বাংলার জেলাগুলিতে সাংগঠনিক অবস্থা ও ভোটে লড়ার রণকৌশল নিয়ে আলোচনা হয়।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -