নয়াদিল্লি: করোনাভ্যাকসিন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন হিন্দু মহাসভার স্বামী চক্রপানি। তাঁর দাবি, গরুর রক্ত মেশানো আছে ভ্যাকসিনে। আর তাই এই ভ্যাকসিন না নেওয়ার নিদান দিয়েছেন তিনি। এখানেই থেমে থাকেননি চক্রপানি, টিকাকরণ যাতে দেশে না হয়, এই আবেদন জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখেছেন তিনি।


চক্রপানির দাবি, উল্লেখ করেছেন, কীভাবে ভ্যাকসিন তৈরি হয়েছে, তা জানাতে হবে। তারপরই টিকাকরণ শুরু হোক দেশে। করোনাভ্যাকসিন দ্রুত প্রয়োগ করা উচিত। কিন্তু খেয়াল রাখতে হবে কোনওভাবেই যেন ভ্যাকসিনের জন্য জনজীবন ব্যাহত না হয়। তাঁর প্রশ্ন, ভ্যাকসিন কী দিয়ে বানানো হয়েছে, তা জানা যাবে না কেন? আমরা জানতে পেরেছি, আমেরিকায় ভ্যাকসিন তৈরির জন্য গরুর রক্ত ব্যবহার করা হয়েছে।


 চক্রপানি বলেন, সনাতন ধর্ম অনুযায়ী গরুকে আমরা মা মনে করি। আর মায়ের রক্ত পান করলে ধর্মকেই অবজ্ঞা করা হয়। আর ঠিক এই কারণে আমরা চাই, টিকাকরণ শুরুর আগে বিস্তারিত তথ্য দিতে হবে। সব প্রশ্নের উত্তর পেলেই যেন টিকাকরণ শুরু হয়। তাঁর বক্তব্য, শুধু আমেরিকায় তৈরি ভ্যাকসিন বলে নয়, যে কোনও দেশে তৈরি ভ্যাকসিনের তথ্যই জানাতে হবে। চক্রপানির কথায়, প্রথমত, এটা নিশ্চিত হওয়া দরকার যে ভ্যাকসিনে গরুর রক্ত নেই। তারপর নিয়ম মেনে ভ্যাকসিন প্রয়োগ করা হোক। প্রাণ চলেও গেলেও ধর্মের ক্ষতি হতে দেওয়া যায় না।


 উল্লেখ্য, একদিকে  ব্রিটেনে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে টিকাকরণ নিয়ে প্রাথমিক পরিকল্পনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহে এই নিয়ে আশার কথা শুনিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি জানিয়েছেন, খারাপ সময়ে কেটে গিয়েছে। ভ্যাকসিন মিলবে জানুয়ারিতেই।